এ বছরের আগস্টে নারী ফুটবলে দারুণ উন্নতি করেছিল বাংলাদেশ, এক লাফে এগিয়েছিল ২৪ ধাপ। তবে চার মাস যেতে না যেতেই সেই অগ্রগতি থমকে গেল। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়ে গেছে।
আগের অবস্থান ছিল ১০৪, এখন আফঈদা–ঋতুপর্ণারা নেমে এসেছে ১১২ নম্বরে। অক্টোবর ও নভেম্বরে খেলা ৪টি ম্যাচেই হারায় এই অবনমন অনেকটা অনুমিতই ছিল। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ হারে ৩–০ এবং ৫–১ গোলে।
বিজ্ঞাপন
নভেম্বরে ঘরের মাঠে আয়োজিত ত্রি-দেশীয় সিরিজে মালয়েশিয়ার কাছে ১–০ এবং আজারবাইজানের বিপক্ষে ২–১ ব্যবধানে হার মানে দল।
টানা চার পরাজয়ে দলটি হারিয়েছে ১২ রেটিং পয়েন্ট। আগামী মার্চে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান, তিনটিই শক্তিশালী দল। উত্তর কোরিয়া র্যাঙ্কিং ৯, উজবেকিস্তান র্যাঙ্কিং ৪৯, চীন র্যাঙ্কিং ১৭

