বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক কে হবেন, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক কে হবেন, যা জানা গেল
ছবি: সংগৃহীত

নোয়াখালী এক্সপ্রেসকে ঘিরে বিপিএলে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়, দলের নতুন অধিনায়ক কে হবেন? নিলামের আগেই তারা দলে ভিড়িয়েছে দুই বাংলাদেশি তারকা হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে। বিদেশি হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন জনসন চার্লস ও কুশল মেন্ডিস। নিলামেও চমক দেখিয়ে পরপর দুই ডাকে নিয়েছে জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

এমন তারকা সমৃদ্ধ দল হওয়ায় সবাই ভাবছিলেন, দলের নেতৃত্ব দেবেন কে? ধারণা ছিল জাতীয় দলের হয়ে সিরিজ জেতানো জাকের আলী অনিকই হয়তো অধিনায়ক হবেন। কিন্তু নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন জানিয়ে দিয়েছেন জাকের তাঁর পছন্দ নন। তাঁর মতে, জাকেরের চেয়ে অধিনায়ক হিসেবে মোহাম্মদ নবি বা কুশল মেন্ডিস বেশি উপযোগী।


বিজ্ঞাপন


রাতন বলেন,“সৌম্য আছে, তবে জাকের আলী আমার পছন্দ না। নবি বা কুশল মেন্ডিসকে অধিনায়ক হিসেবে নেওয়ার চেষ্টা থাকবে।”

অন্যদিকে দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন আবার চান লোকাল অধিনায়ক। তাঁর প্রথম পছন্দ সৌম্য সরকার। কারণ বিদেশি খেলোয়াড়রা পুরো টুর্নামেন্ট খেলেন না। কুশল মেন্ডিস কয়েক ম্যাচ খেলে ফিরে গেলে আবার নতুন অধিনায়ক খুঁজতে হবে, যা দলীয় পরিকল্পনায় ঝামেলা তৈরি করবে।

সুজন বলেন, “আমি স্থানীয় ছেলেকে চাই। কুশল যদি চার ম্যাচ পরে চলে যায়, আবার নতুন ক্যাপ্টেন লাগবে। তাই লম্বা সময় ধরে একজন স্থানীয়কেই চাই।”

সব মিলিয়ে এখনো নিশ্চিত নয় দলের অধিনায়ক কে হবেন। তবে ইঙ্গিত মিলছে জাকের নয়, বরং সৌম্য, নবি বা কুশল। এই তিনজনের মধ্যে কেউ হবেন নোয়াখালী এক্সপ্রেসের প্রথম অধিনায়ক।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর