বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সমকামী উৎসবের ভেন্যু নিয়ে ক্ষুব্ধ ইরান-মিসর, ফিফাকে চিঠি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

সমকামী উৎসবের ভেন্যু নিয়ে ক্ষুব্ধ ইরান-মিসর, ফিফাকে চিঠি

২০২৬ বিশ্বকাপে সিয়াটলের লুমেন ফিল্ডে মুখোমুখি হবে মধ্যপ্রাচ্যের দু’টি দেশ ইরান ও মিশর। ঠিক সেই দিনটিতেই স্টেডিয়ামের বাইরে এলজিবিটিকিউ+ প্রাইড উদ্‌যাপনের পরিকল্পনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আর এটিকেই ‘সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী’ উল্লেখ করে তীব্র আপত্তি জানিয়েছে দুই দেশ।

সিয়াটল প্রাইড ম্যাচ অ্যাডভাইজরি কমিটি বিশ্বকাপের গ্রুপ পর্বের দুই দিনের ম্যাচকে বিশেষভাবে উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর একটি ১৯ জুন, যেদিন যুক্তরাষ্ট্রে জুনটিনথ দিবস পালিত হয়, দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জাতীয় ছুটির দিন হিসেবেও গুরুত্ব রাখে দিনটি।


বিজ্ঞাপন


দ্বিতীয় বিশেষ উদ্‌যাপন ২৬ জুন। এই তারিখে কোনো জাতীয় দিবস না থাকলেও, এলজিবিটিকিউ অধিকার আন্দোলনের ইতিহাসে ২৮ জুনের গুরুত্ব বিবেচনায় ২৬ জুনকে কাছাকাছি তারিখ ধরে নানা আয়োজনে সাজাতে চায় কমিটি। স্টেডিয়ামের গ্যালারিতে শিল্পকর্ম, সিয়াটলজুড়ে প্রাইড থিমের প্রদর্শনী, সবকিছুই চূড়ান্ত পরিকল্পনায় রয়েছে।

তবে এই পরিকল্পনা করা হয়েছিল বিশ্বকাপের গ্রুপ–ড্রের আগেই। ড্র শেষে দেখা যায়, ঠিক ২৬ জুনই লুমেন ফিল্ডে অনুষ্ঠিত হবে ইরান–মিশর ম্যাচ।

এ খবর পাওয়ার পরই আপত্তি তোলে মিশর। এক বিবৃতিতে ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, এমন আয়োজন ম্যাচে অংশ নেওয়া দলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তাদের দাবি, এসব কার্যক্রম সমর্থকদের মধ্যেও সংবেদনশীলতা উসকে দিতে পারে। তাই ফিফার কাছে তারা আনুষ্ঠানিকভাবে প্রাইড–সংক্রান্ত সব আয়োজন বাতিলের অনুরোধ জানিয়েছে।

একই সুর ইরানেরও। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'বিশ্বকাপের দিন এমন আয়োজন সম্পূর্ণ অযৌক্তিক। এটি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সমর্থন করার শামিল।' পাশাপাশি তিনি জানান, ইরানও এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করবে।


বিজ্ঞাপন


এদিকে সিয়াটল কর্তৃপক্ষ এখনো পরিকল্পনায় কোনো পরিবর্তনের ঘোষণা দেয়নি। ফলে ইরান–মিশর ম্যাচকে ঘিরে প্রাইড উদ্‌যাপন চলবে কি না, তা ঠিক করবে ফিফার সিদ্ধান্ত। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর