বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেতন কমছে ক্রিকেটারদের, বাড়তে পারে একজনের!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

বেতন কমছে ক্রিকেটারদের, বাড়তে পারে একজনের!

আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন বয়স তাদের জন্য বাধা নয়। ৩৮ বছরের রোহিত আছেন ব্যাটারদের তালিকার এক নম্বরে, আর ৩৭ বছরের কোহলি দুইয়ে। ফিটনেস ও পারফরম্যান্স নিয়ে মাঝেমধ্যে বিতর্ক উঠলেও দুজনই ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে সেই সব সমালোচনার জবাব দিয়ে যাচ্ছেন।

তবে মাঠে তাদের উজ্জ্বল পারফরম্যান্সের মাঝেই আসতে পারে একটি দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আগামী মৌসুমে তাদের চুক্তির ক্যাটাগরি কমিয়ে দিতে পারে।


বিজ্ঞাপন


২০২৪–২৫ মৌসুমে রোহিত ও কোহলি ছিলেন সর্বোচ্চ ‘এ+’ ক্যাটাগরিতে, যেখানে জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাও আছেন। কিন্তু বিষয় হলো রোহিত ও কোহলি এ বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি–টোয়েন্টি থেকেও অবসর নেন। এখন তারা কেবল ওয়ানডে ক্রিকেট খেলছেন।

এ+ ক্যাটাগরিতে থাকার মূল শর্ত হলো তিন ফরম্যাটেই নিয়মিত খেলা। যেহেতু এই দুই সিনিয়র ব্যাটার এখন শুধুমাত্র ওয়ানডে খেলছেন, তাই তাদের গ্রেড নেমে ‘এ’ ক্যাটাগরিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

এ+ থেকে এ ক্যাটাগরিতে নামলে তাদের বার্ষিক বেতন কমে যাবে ২ কোটি রুপি। বর্তমানে তাদের বছরে বেতন ৭ কোটি রুপি। গ্রেড কমলে তা নেমে আসবে ৫ কোটিতে।

পিটিআইয়ের প্রতিবেদনে জানা গেছে, আগামী ২২ ডিসেম্বর বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সেই সভায় বোর্ডের শীর্ষ কর্তারা রোহিত ও কোহলির চুক্তির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


রোহিত-কোহলি এক ধাপ নিচে নামলেও ভারতের বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল উঠতে পারেন ‘এ+’ ক্যাটাগরিতে। তিনি এর আগে ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। তার সঙ্গে জাদেজা ও বুমরাহও এ+ ক্যাটাগরিতে থাকবেন বলে জানা গেছে।

বিসিসিআইয়ের এজিএমে শুধু খেলোয়াড়দের চুক্তি নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে রয়েছে, ভারতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বেতন কাঠামো পরিবর্তনের প্রস্তাব। বিসিসিআইয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন ও হালনাগাদের বিষয়ে সিদ্ধান্ত। ঘরোয়া ক্রিকেট পরিচালনা সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তনের আলোচনা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর