বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত টাইগার ক্রিকেটার

ঢাকার গুলশানে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ক্রিকেটর 'এ' দলের পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করেছে।

গত ৩০ নভেম্বর গুলশান থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. সামিউল ইসলাম আদালতে এই চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানা যায়। আগামী ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট উপস্থাপন করা হবে।


বিজ্ঞাপন


চলতি বছরের জানুয়ারি মাসে ফেসবুকে তোফায়েলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে মেসেঞ্জারে কথাবার্তা হতে থাকে এবং বন্ধুত্ব গড়ে ওঠে। তোফায়েল তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তরুণী প্রথমে রাজি না হলেও বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে রাজি করান।

গত ৩১ জানুয়ারি তোফায়েল তরুণীকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন। পরে তাকে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করার আশ্বাস দেন। এরপর বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। তরুণী বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকার করেন।

এ ঘটনায় গত বছর ১ আগস্ট তরুণী নিজে বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি। এই মামলায় পুলিশের চার্জশিটের পর এখন আদালতের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর