বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলোনসো কি বরখাস্ত হচ্ছেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

আলোনসো কি বরখাস্ত হচ্ছেন

চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে পিছিয়ে থেকেও ২–১ গোলের জয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার সিটি। আর এ হার রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলনসোর অবস্থানকে আরও নড়িয়ে দিল। স্প্যানিশ গণমাধ্যম আগেই জানিয়েছিল, এই ম্যাচে হারলে তার চাকরি হুমকির মুখে পড়বে। শেষ পর্যন্ত সেটিই সত্যি হওয়ার পথে।

চোটের কারণে মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপে। তাকে ছাড়া রদ্রিগো গোয়েজকে নামান আলনসো। রদ্রিগোর গোলেই প্রথমে এগিয়ে যায় মাদ্রিদ। ৩৩ ম্যাচ পর এটি ছিল তার প্রথম গোল এবং সিটির বিপক্ষে পঞ্চম গোল। 


বিজ্ঞাপন


কিন্তু লিড ধরে রাখতে ব্যর্থ হয় রিয়াল। কোর্তোয়ার ভুলে নিকো ও’রেইলি সহজেই সমতা ফেরান। এরপর রুডিগার হালান্ডকে টেনে ফেললে পেনাল্টি পায় সিটি। ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে গোল করেন হালান্ড।

ম্যাচে পরে বেশ কিছু ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মাদ্রিদ। বেলিংহাম, ভিনিসিয়ুস ও এন্ড্রিক সুযোগ তৈরি করলেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলায় স্পষ্ট কোনো পরিকল্পনা দেখা যায়নি, সুযোগও ছিল খুব কম।

সাম্প্রতিক খারাপ ফর্মের সঙ্গে এই পরাজয় যোগ হওয়ায় রিয়াল কোচ আলনসোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে উঠেছে। 

মার্কার সাংবাদিক হুয়ান কাস্ত্রো বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, পেরেজ আলোনসোর মতো ম্যানেজার চান না এবং আরেকটি খারাপ ফল হলে তার বিদায় সময়ের ব্যাপার মাত্র।


বিজ্ঞাপন


কাস্ত্রোর ভাষায়, ‘বার্নাব্যুয়ে এখন সব আলোচনার কেন্দ্র আলোনসো। আমি একদমই আশাবাদী নই। পেরেজ পরাজয় মেনে নেন না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর