বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ক্রিকেটের চেয়ে বড় ভালোবাসা আমার জীবনে নেই’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

‘ক্রিকেটের চেয়ে বড় ভালোবাসা আমার জীবনে নেই’

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ব্যক্তিগত জীবনের ঝড় কাটিয়ে বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিলেন। সংগীতশিল্পী পালাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার ঘোষণার পর তিনি হাজির হন ‘অ্যামাজন সম্ভব সামিট’-এ। তবে সেখানে তিনি ব্যক্তিগত বিষয়ে নয়, কথা বললেন তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ক্রিকেট নিয়ে।

মান্ধানা বলেন, ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁকে শিখিয়েছে যে ক্রিকেট ছাড়া অন্য কিছু তিনি এতটা ভালোবাসেন না। দেশের হয়ে মাঠে নামলে সব চিন্তা ভুলে শুধু জয়ের লক্ষ্যই তাঁকে তাড়িত করে। ভারতীয় জার্সি গায়ে দেওয়ার অভিজ্ঞতা তাঁকে আলাদা শক্তি জোগায় বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ধানা বলেন, ‘আমি ক্রিকেটের চেয়ে বেশি কিছু ভালোবাসি না। ভারতীয় জার্সি পরা, এটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। যত সমস্যাই আসুক, এই এক ভাবনাই আমাকে সঠিক পথে রাখে।’

গত রোববার ইনস্টাগ্রামে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি জানিয়ে পরিবারকে সময় দেওয়ার অনুরোধ করেছিলেন মান্ধানা। তবে জনসমক্ষে তিনি এ প্রসঙ্গ এড়িয়ে চলেন।

ভারতের সাম্প্রতিক বিশ্বকাপ জয় প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু একটি ট্রফি নয়, নারী ক্রিকেটের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। খেলোয়াড়রা আগেই ফাইনালের দৃশ্য কল্পনা করেছিলেন, আর তা সত্যি হতে দেখে সবার শরীরে কাঁটা দিয়েছে। মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর উপস্থিতিও দলকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে।

মান্ধানা আরও বলেন, দলের ভেতরে স্বাস্থ্যকর মতবিরোধ থাকা ভালো, কারণ সবার লক্ষ্য একটাই, কিভাবে ভারত জিততে পারে। এতে দল আরও ঐক্যবদ্ধ হয়।


বিজ্ঞাপন


ক্রিকেট তাঁকে দুটি মূল্যবান শিক্ষা দিয়েছে বলেও জানান তিনি। 'প্রতিটি ইনিংসই শুরু হয় শূন্য থেকে। খেলা সবসময় ব্যক্তির চেয়ে বড়।'

তাঁর কথায়, ‘নিজের জন্য নয়, সতীর্থদের জন্য খেলা- এটাই আমাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর