ঢাকার ক্লাব ক্রিকেটে কিছু দল বয়কটের ঘোষণা দেওয়ায় তাদের প্রতি কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুরে সিসিডিএমের সংবাদ সম্মেলনে জানানো হয়, সব দলকে যুগপৎ লিগে খেলতে হবে, আর কেউ না খেললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
তবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তামিম ইকবালকে ‘স্যালুট’ জানিয়েছে বিসিবি। তার দল ওল্ড ডিওএইচএস আগে লিগ না খেলার ঘোষণা দিলেও পরে সিদ্ধান্ত বদলেছে। এজন্য তামিমকে ধন্যবাদ জানায় বিসিবি।
বিজ্ঞাপন
বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, “লিগ না হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ক্রিকেট আর ক্রিকেটারদের। তাদের আয়ের পথ বন্ধ হবে, ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হবে।” তিনি চান, সব ক্লাবই যেন লিগে অংশ নেয়।
১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ২০ দলকেই ফিক্সচারে রাখা হয়েছে। সিসিডিএম জানিয়েছে, কোনো দল এখনো লিখিতভাবে লিগ না খেলার কথা জানায়নি। লিগের নিয়ম (বাইলজ) সব দলের কাছেই পাঠানো হয়েছে, অংশ না নিলে সেই নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সিসিডিএম সভাপতি আদনান রহমান, পরিচালক মোখছেদুল কামাল ও শাহনিয়ান তানিম উপস্থিত ছিলেন।
ফারুক আহমেদ আরও বলেন, ঢাকার ক্লাবগুলোর অবদান বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক। তবে আঞ্চলিক ক্রিকেট আরও শক্তিশালী হওয়াও জরুরি, কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকেই বেশিরভাগ ক্রিকেটার উঠে আসে।
বিজ্ঞাপন
বিসিবি জানিয়েছে, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা হয়েছে। বোর্ডের অগ্রাধিকার হলো, লিগ যেন মাঠে গড়ায়। কেউ খেলতে না চাইলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিকল্প টুর্নামেন্টও আয়োজন করবে বোর্ড, যাতে খেলোয়াড়দের খেলার সুযোগ থাকে। ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হলে বিসিবি তাদের পাশে থাকবে।

