সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও হতাশার রাত। ঘরোয়া লিগে ধারাবাহিক ব্যর্থতার পর এবার চ্যাম্পিয়নস লিগেও ম্যানচেস্টার সিটির কাছে ২–১ গোলের হার রিয়াল মাদ্রিদকে আরও চাপে ফেলেছে। এই পরাজয়ের ফলে কোচ জাভি আলোনসোর ভবিষ্যৎ নিয়েও জোরালো প্রশ্ন উঠেছে।
চোট সমস্যায় রিয়ালের একাধিক প্রধান খেলোয়াড় ছিলেন বাইরে কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, মিলিতাও। ফিট না থাকায় কিলিয়ান এমবাপ্পেকেও পুরো ম্যাচ সাইডলাইনে থাকতে হয়। এমন পরিস্থিতিতে ম্যাচটি ছিল রিয়ালের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে আশার আলো দেখিয়েছিল লস ব্ল্যাঙ্কোস। ২৮ মিনিটে জুড বেলিংহামের দারুণ থ্রু পাস থেকে রদ্রিগো নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। মৌসুমের প্রথম গোল করে দলকে স্বস্তি এনে দেন তিনি।
কিন্তু মাত্র সাত মিনিট পরই সেই লিড হারায় রিয়াল। কোর্তোয়ার ভুলে বল ফসকে গেলে সুযোগ কাজে লাগিয়ে সিটির নিকো ও’রিলি গোল করেন। বিরতির ঠিক আগে রুডিগারের হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি ঠাণ্ডা মাথায় গোল করে সিটিকে ২-১ এগিয়ে দেন আর্লিং হালান্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় রিয়াল। সিটির শক্ত রক্ষণ দেয়ালে আটকে যায় তাদের আক্রমণ। বড় ব্যবধানের হার এড়াতে সাহায্য করেছেন কোর্তোয়া, ম্যাচে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটি উঠে গেছে চতুর্থ স্থানে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল নেমে গেছে সপ্তম স্থানে। দলের পারফরম্যান্সে এমন ধস আলোনসোর ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

