বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাটার হায়দার আলির ওপর থাকা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি।

বুধবার পিসিবি নিশ্চিত করেছে, হায়দারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এনওসি দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও এনওসি পেয়েছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খাজা নাফি ও এহসানউল্লাহ।


বিজ্ঞাপন


৩৫টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলা হায়দার ইংল্যান্ড সফরে পাকিস্তান ‘শাহিন্স’ স্কোয়াডের সঙ্গে ছিলেন। সেই সময়ই যুক্তরাজ্যে জন্ম নেওয়া এক পাকিস্তানি নারী ম্যানচেস্টার পুলিশে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

অভিযোগের তদন্ত চলমান থাকায় পিসিবি তাকে সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে ম্যানচেস্টার পুলিশ ২৫ সেপ্টেম্বর মামলাটি বাতিল করে জানায়, আদালতে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ তারা পায়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর