লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতেছেন। ইন্টার মায়ামিকে শিরোপা জেতানো এবং লিগে সর্বোচ্চ গোল করার পুরস্কার হিসেবে আবারও সেরার মুকুট উঠল মেসির মাথায়।
মেসি এমএলএস এর ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি দুই বছর টানা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতলেন। এর আগে মোট দু’বার এ পুরস্কারজয়ী একমাত্র ফুটবলার ছিলেন প্রেকি- ১৯৯৭ ও ২০০৩ সালে।
বিজ্ঞাপন
পুরস্কার পাওয়ার পর মেসি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি খুশি। লিগের ইতিহাসে টানা দুই বছর জেতা প্রথম খেলোয়াড় হতে পারায় আমি কৃতজ্ঞ।” ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা যিনি ২০২২ বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেন, এ মৌসুমে লিগে করেছেন ২৯ গোল, যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে করা চতুর্থ সর্বোচ্চ গোল। পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুটও।
মেসির ভাষায়, “স্বীকৃতি পাওয়া সবসময়ই ভালো লাগে। তবে এটা শুধু আমার একার কৃতিত্ব নয়। সতীর্থদের জন্যই গোল্ডেন বুটও জিততে পেরেছি।” অক্টোবরে মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করা মেসি এমএলএস এর ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে গোল ও অ্যাসিস্ট- দুই বিভাগেই শীর্ষে উঠলেন। এর আগে ২০১৫ সালে টরন্টোর সেবাস্তিয়ান জোভিনকোই একমাত্র খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন।
এ মৌসুমের প্লে-অফেও দুর্দান্ত ছিলেন মেসি- ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে দলকে তুলেছেন প্রথম এমএলএস কাপ শিরোপায়। ফাইনালে ভ্যাঙ্কুভারকে ৩-১ ব্যবধানে হারিয়ে মায়ামি ট্রফি জেতে; সেই ম্যাচে মেসির ছিল দুটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট। এতে আরও এক ট্রফি যোগ হলো ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত পুরস্কার জেতা এ তারকার ক্যারিয়ারে, যার মধ্যে আছে রেকর্ড ৮টি ব্যালন ডি’অর, ৩টি ফিফা বেস্ট পুরস্কার এবং দুটি বিশ্বকাপ গোল্ডেন বল।

