বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিটির বিপক্ষে লড়াই রিয়ালের, চাপের মুখে আলোনসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

সিটির বিপক্ষে লড়াই রিয়ালের,চাপের মুখে আলোনসো

রিয়াল মাদ্রিদের কোচ শাবি আলোনসোকে বুধবার রাতেই বড় পরীক্ষায় পড়তে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে প্রতিপক্ষ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রিয়ালের ধারাবাহিক খারাপ ফর্মের মাঝেই ম্যাচের আগে চাপ বাড়ছে আলোনসোর ওপর। তবুও তিনি আত্মবিশ্বাসী, দলকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন।

গত মৌসুমের শেষে কার্লো আনচেলত্তির জায়গায় দায়িত্ব নেন সাবেক রিয়াল ও স্পেন মিডফিল্ডার আলোনসো। কিন্তু তার দলের পারফরম্যান্স এখনো প্রত্যাশা ছাড়ায়নি। গত মৌসুমে যেমন ব্যর্থতা ছিল, এ মৌসুমেও রিয়াল এখনো পুরো গতি পাচ্ছে না। বুধবার তাদের সামনে শক্তিশালী সিটি, যাদের নেতৃত্ব দিচ্ছেন বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় ও কোচ পেপ গার্দিওলা। ফলে ম্যাচ ঘিরে প্রত্যাশা আর চাপ দুটোই আকাশছোঁয়া।


বিজ্ঞাপন


চ্যাম্পিয়নস লিগ টেবিলে ১২ পয়েন্ট নিয়ে রিয়াল আছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তিন পয়েন্ট পিছিয়ে। সিটি নবম স্থানে ১০ পয়েন্ট নিয়ে। শীর্ষ আটে থাকলে সরাসরি শেষ ষোলো নিশ্চিত হবে দলগুলোর।

রবিবার লা লিগায় সেল্তা ভিগোর কাছে ২-০ গোলে হারে রিয়াল। ম্যাচে দুই ডিফেন্ডার ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে নয়জন নিয়ে খেলতে হয়। এই হার রিয়ালকে লা লিগায় দ্বিতীয় স্থানে নিয়ে যায়, ৩৬ পয়েন্ট তাদের, শীর্ষে বার্সেলোনা ৪ পয়েন্ট এগিয়ে। সব মিলিয়ে গত সাত ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল জিতেছে মাত্র দুটি।

আলোনসোর সমস্যা আরও বেড়েছে চোটে। সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপে মাসল ইনজুরির কারণে মঙ্গলবার অনুশীলনই করতে পারেননি। বুধবার এমবাপে খেলতে না পারলে আলোনসোর জন্য বড় ধাক্কা হবে। স্প্যানিশ গণমাধ্যম ইতিমধ্যেই লিখছে এই ম্যাচে হার মানে বরখাস্ত হওয়ার ঝুঁকি! শনিবার ইংলিশ লিগে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দেয় সিটি। এতে টানা তিন ম্যাচে লিগ জয় ধরে রাখে তারা। গোল করেন রুবেন ডিয়াস, জসকো গভার্দিওল ও ফিল ফোডেন।

এদিকে সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের পরও আলোনসো আশাবাদী। তিনি বলেন, “ফুটবলে সবকিছু খুব দ্রুত বদলায়… ভালো দিকেও, খারাপ দিকেও। সেল্তার ম্যাচের পর আমরা আমাদের ভুল বুঝেছি। এখন পুরো মনোযোগ সিটির দিকে।” তিনি আরও যোগ করেন, “এটা চ্যাম্পিয়নস লিগ, আমরা খেলছি বের্নাবেউতে। এখানে যে এনার্জি তৈরি হয়, সেটা ম্যাচকে বদলে দিতে পারে। আমরা সবাই একসঙ্গে আছি। এটা একটা সুযোগ, আমাদের শুধু দর্শকদের সঙ্গে কানেক্ট করতে হবে। তা হলে আমরা জিততে পারব।”


বিজ্ঞাপন


“ফুটবলে প্রতিদিনই শিখতে হয়। ভালো দিন-খারাপ দিন থাকবেই। কিন্তু আমরা প্রতিটা ম্যাচে অগ্রগতি করছি। কালকের ম্যাচটাই আমাদের এগিয়ে যাওয়ার পথ।”  চাকরি নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে আলোনসো বলেন, “রিয়াল মাদ্রিদে কোচিং করতে এলে এমন পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হয়। আমরা দল হিসেবে একসঙ্গে আছি। হতাশা কাটিয়ে ওঠার একমাত্র পথ- এখন শুধু সিটির কথা ভাবা।”

এদিকে রিয়ালের আজকের প্রতিপক্ষ সিটির ডাগ আউটে আছেন গার্দিওলা। তার অধীনে এক সময় খেলেছেন রিয়ালের বর্তমান কোচ আলোনসো। বার্সেলোনা ও সিটির কোচ হওয়ার মাঝখানে গার্দিওলা যখন বায়ার্নে ছিলেন, তখন তার অধীনেই খেলতেন আলোনসো। গার্দিওলা বলেন, “আমি তাকে খুব ভালোবাসি ও সম্মান করি। প্রত্যেকটা দল আলাদা, আর শাবি জানে কী করতে হবে। এটা সময়সাপেক্ষ প্রক্রিয়া।” “একটা মৌসুম সবসময় রোলার কোস্টারের মতো- চোট থাকে, সমস্যা থাকে। বার্সেলোনার সময় থেকেই আমি চেয়েছি দলটা অক্টোবর থেকে বেড়ে উঠুক, তারপর দেখি মৌসুম কীভাবে শেষ হয়।”

এমবাপে না থাকলে রিয়ালের আক্রমণ বড় ধাক্কা খাবে। কারণ তিনিই এই মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুই জায়গাতেই শীর্ষ গোলদাতা। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করেছেন, রিয়ালের মূল ভরসা তিনিই। সিটির হাল্যান্ডের সঙ্গে তার প্রথম মুখোমুখি হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে, যখন হাল্যান্ড ছিলেন ডর্টমুন্ডে। প্রথম লেগে হাল্যান্ড দু’গোল করেন, “জেন” সেলিব্রেশন করে আলোচনায় আসেন। যদিও দ্বিতীয় লেগ জিতে এগিয়ে যায় এমবাপের পিএসজি।

গত ফেব্রুয়ারিতে আবারও মুখোমুখি হয় দুই তারকা। এমবাপে দুই লেগ মিলিয়ে চার গোল করেন, দ্বিতীয় লেগে হ্যাটট্রিকসহ। হাল্যান্ড প্রথম লেগে দুই গোল করলেও শেষ পর্যন্ত জয় পায় রিয়াল। গত মাসে অলিম্পিয়াকোসের বিপক্ষে চার গোল করে এমবাপ্পে এখন চ্যাম্পিয়নস লিগের বর্তমান শীর্ষ স্কোরার। আরও এক গোল করলে প্রথমবারের মতো এক আসরে ১০ গোল ছুঁতে পারবেন।

গত ১০ বছরে রিয়াল ও সিটির এটাই ১৩তম দেখা। সাম্প্রতিক সময়ে এই দুই দলই জিতেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা- ফলে প্রতিদ্বন্দ্বিতা এখন আরও তীব্র। রিয়াল ২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়, দুটো মৌসুমেই তারা সিটিকে হারিয়ে ফাইনালের পথে এগোয়। আর সিটি ২০২৩ সালে ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতে, সেমিফাইনালে তারা রিয়ালকে হারিয়েছিল।

সম্ভাব্য রিয়াল মাদ্রিদ একাদশ-

কোর্তোয়া, ভালভের্দে, আসেনসিও, রুডিগার, ক্যারেরাস; চুয়ামেনি, সেবাইয়োস; গুলের, বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র; গার্সিয়া

সম্ভাব্য ম্যানচেস্টার সিটি একাদশ-

দোনারুমা, নুনেস, ডিয়াস, গভার্দিওল, ও’রেইলি; গনজালেজ; শেরকি, রেইজেন্ডার্স, ফোডেন, দোকু; হাল্যান্ড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর