বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোহিতের খুব কাছে কোহলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

কোহলি-রোহিতের বিদায়ী সিরিজ নিয়ে ‘অত ভাবতে’ না করছে বিসিসিআই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বিরাট কোহলি। সর্বশেষ আইসিসি র‌্যাংকিং হালনাগাদের পর তিনি উঠে এসেছেন ওয়ানডে ব্যাটারদের তালিকার দুই নম্বরে। শীর্ষে আছেন রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচে ৩০২ রান করেন কোহলি, গড় ১৫১। প্রথম দুটি ম্যাচে টানা সেঞ্চুরি, তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৫। সিরিজ জয়ের (২–১) পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তারই। সেই ধারাবাহিকতাই তাকে র‍্যাংকিংয়ে তুলে এনেছে দুই ধাপ ওপরে, সরিয়ে দিয়েছে ড্যারিল মিচেলকে।


বিজ্ঞাপন


রোহিত অবশ্য নিজের অবস্থান ধরে রেখেছেন। তিন ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরি ও মোট ১৪৬ রান করে ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছেন। কোহলি রয়েছেন ৭৭৩ রেটিং পয়েন্টে।

ভারতের আরও দুই খেলোয়াড় র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। কেএল রাহুল, যিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে নেতৃত্বও দিয়েছেন, প্রথম দুই ম্যাচে ৬০ ও ৬৬* রান করে দুই ধাপ উঠে ব্যাটারদের তালিকার ১২তম স্থানে আছেন। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়েছেন, সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়ায় তিনি উঠে এসেছেন বোলারদের তালিকার ৩ নম্বরে।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ডিউয়াল্ড ব্রেভিস ঢুকে পড়েছেন শীর্ষ দশে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২ রানের ইনিংসের পর তিনি তিন ধাপ উঠে এখন ৮ নম্বরে। টেস্ট র‌্যাংকিংয়েও বড় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার ফর্মে থাকা পেসার মিচেল স্টার্ক দারুণ পারফরম্যান্সের ধারায় উঠে এসেছেন বোলারদের তালিকার ৩ নম্বরে। অ্যাশেজে টানা দুটি ম্যাচে ম্যাচসেরা হয়েছেন তিনি। সিরিজে এখন পর্যন্ত ১৮ উইকেট, গড় মাত্র ১৪। তার ৮৫২ রেটিং পয়েন্টই ক্যারিয়ার-সর্বোচ্চ।

টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন জো রুট। ব্রিসবেনে তার অপরাজিত ১৩৮ রান ছিল অস্ট্রেলিয়ায় তার প্রথম সেঞ্চুরি। রুটের পরেই আছেন কেইন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ। উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে করেছিলেন ৫২ রান, আর স্মিথ অ্যাশেজে এখন পর্যন্ত ১০৩ রান করেছেন ৫১.৫০ গড়ে যার মধ্যে সর্বোচ্চ ৬১।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর