বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দলে না নেয়ায় কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

দলে না নেয়ায় কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার

ভারতের পুদুচেরিতে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ এস. বেনকাটারামন তিনজন স্থানীয় ক্রিকেটারের হামলার শিকার হয়েছেন। চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফির দলে জায়গা না পাওয়ায় তারা রাগে কোচের ওপর চড়াও হয়।

হামলায় কোচ বেনকাটারামন গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় গভীর আঘাত লাগে এবং ২০টি সেলাই দিতে হয়েছে। কাঁধেও বড় ধরনের ক্ষত রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার সকাল ১১টার দিকে সিএপি কমপ্লেক্সের ইনডোর নেটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় পুলিশের এসআই এস. রাজেশ জানিয়েছেন, কোচ এখন স্থিতিশীল অবস্থায় আছেন। হামলাকারী তিন ক্রিকেটার ঘটনার পর পালিয়ে গেছে, পুলিশ তাদের খুঁজছে।

পুলিশকে কোচ যে তিনজনের নাম জানিয়েছেন তারা হলেন; কার্তিকেয়ন জয়সুন্দরম, এ. অরবিন্দরাজ, এস. সন্থোষ কুমারন

এছাড়া উসকানির অভিযোগ আনা হয়েছে পুদুচেরি ক্রিকেটার ফোরামের সচিব জি. চন্দ্রন-এর বিরুদ্ধে। 

কোচ জানিয়েছেন, তাঁকে মেরে ফেলার উদ্দেশ্যেই ক্রিকেটাররা ব্যাট দিয়ে হামলা করেছিল।


বিজ্ঞাপন


অন্যদিকে পুদুচেরি ক্রিকেটার ফোরাম এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কোচ বেনকাটারামনের আচরণের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং তিনি অনেক সময় খেলোয়াড়দের সঙ্গে খারাপ ব্যবহার করতেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর