আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে তৈরি হয় নানা গুঞ্জন। বিশেষ করে দলের মেন্টর ও টিম ম্যানেজার হাবিবুল বাশার বিপিএল টেকনিক্যাল কমিটিতে যোগ দিতে দল থেকে সরে দাঁড়ানোর পর বিষয়টি আরও আলোচনায় আসে।
এ সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, চট্টগ্রাম রয়্যালস নাকি বিপিএল থেকে নাম প্রত্যাহার করতে পারে এবং তারা নাকি ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টিও পরিশোধ করেনি।
বিজ্ঞাপন
গুঞ্জন বাড়তে থাকায় গভীর রাতে এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। তারা জানায়, বিপিএল থেকে নাম প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণ গুজব। বিসিবি বা কোনো গণমাধ্যমকে তারা এমন কিছু জানায়নি।
এরপর বিসিবিও বিষয়টি পরিষ্কার করে। এক বিবৃতিতে ক্রিকেট বোর্ড জানায়, চট্টগ্রাম রয়্যালস পূর্ণাঙ্গভাবে ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টির সব অর্থ পরিশোধ করেছে। এ বিষয়ে ভুল তথ্য প্রচার না করার আহ্বান জানায় বোর্ড।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল। একইদিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সিলেটে উদ্বোধনী পর্ব শেষে টুর্নামেন্ট চট্টগ্রাম হয়ে ঢাকায় গিয়ে শেষ হবে। সিলেট ও চট্টগ্রামে হবে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ।
এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। আর ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।

