মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাহিকার অপ্রস্তুত অবস্থার ছবি তোলায় ক্ষুব্ধ হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

শেয়ার করুন:

মাহিকার অপ্রস্তুত অবস্থার ছবি তোলায় ক্ষুব্ধ হার্দিক পান্ডিয়া

বান্দ্রার এক রেস্তোরাঁ থেকে সিঁড়ি দিয়ে নামার সময় হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকা শর্মার অপ্রস্তুত অবস্থায় ছবি তোলে পাপারাজ্জিরা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হার্দিক পান্ডিয়া। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোটে তিনি জানান, জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত মর্যাদা কখনোই লঙ্ঘন করা উচিত নয়।

হার্দিক জানান, ঘটনাটি ঘটে ব্যান্ড্রার একটি রেস্তোরাঁয়। মাহিকা যখন স্বাভাবিকভাবে সিঁড়ি বেয়ে নামছিলেন, ঠিক সেই সময় কয়েকজন ফটোগ্রাফার তাকে এমন কোণ থেকে ছবি তোলেন যা কোনো নারীর ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “জনসমক্ষে থাকা মানেই সবকিছু মেনে নেওয়া নয়। আজ যা ঘটেছে, তা সব সীমা ছাড়িয়ে গেছে। মাহিকা শুধু সিঁড়ি দিয়ে নামছিল, আর পাপারাজ্জিরা তাকে এমনভাবে ক্যাপচার করেছে যা সম্পূর্ণ অসম্মানজনক। একটি ব্যক্তিগত মুহূর্তকে সস্তা সেনসেশন বানানো হয়েছে।”


বিজ্ঞাপন


তিনি আরও যোগ করেন, “এটা কে ছবি তুললো বা কোন হেডলাইন হবে; সেটা নয়, বিষয়টা মৌলিক সম্মানের। নারীরা সম্মান পাবেন, এটা তাদের অধিকার। মিডিয়ার ভাইদের আমি সবসময় সম্মান করি, তারাও কঠোর পরিশ্রম করেন। কিন্তু অনুরোধ, একটু সংবেদনশীল হোন। সব মুহূর্ত ক্যাপচার করার প্রয়োজন নেই, সব কোণ নেওয়ারও দরকার নেই। মানবিকতা যেন না হারিয়ে যায়।”

q

হার্দিকের ব্যক্তিগত জীবনের আলোচনায় তার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচও উঠে আসে। ২০২০ সালে চমকপ্রদভাবে ইয়টে প্রোপোজ করে তারা বাগদান করেন। একই বছরের মে মাসে লকডাউনের মধ্যে বিয়েও সেরে ফেলেন। ২০২০ সালের জুলাইয়ে জন্ম নেয় তাদের সন্তান আগস্ত্য।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরে খ্রিস্টান ও হিন্দু, দুই ধর্মীয় রীতিতেই তারা আবার বিয়ে করেন। তবে চার বছর পর, ২০২৪ সালের জুলাইয়ে তারা পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হওয়ার ঘোষণা দেন। কিন্তু ছেলের যৌথ দায়িত্ব তারা একসঙ্গেই পালন করছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর