মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘বাজবল মৃত, সামনে নিশ্চয়ই ভিন্ন কিছু দেখতে পাব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

‘বাজবল মৃত, সামনে নিশ্চয়ই ভিন্ন কিছু দেখতে পাব’

অ্যাশেজ সিরিজে একের পর এক হতাশা বাড়ছে ইংল্যান্ড শিবিরে। পার্থের পর ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার কাছে দাপুটে হার। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ইংল্যান্ড হারলেই যে প্রসঙ্গটি বারবার সামনে আসে, তা হলো তাদের আক্রমণাত্মক ক্রিকেট দর্শন ‘বাজবল’। ব্রেন্ডন ম্যাককালামের কোচিং আর বেন স্টোকসের নেতৃত্বে গত দুই বছরে এই পদ্ধতি ইংল্যান্ডকে বদলে দিয়েছে ঠিকই; কিন্তু সেই শুরুর সাফল্যের সময় এখন যেন অনেক দূরের স্মৃতি। ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ ড্র করার পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় চাপে পড়েছে ইংলিশরা।


বিজ্ঞাপন


দলের সাম্প্রতিক ব্যর্থতায় বাজবলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। ত্রিপল এম রেডিওতে কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম বলেন, ‘আমি ইসিবির কাছে রিফান্ড চাইব। কারণ আমার মনে হয় দলটি প্রস্তুত নয়। বোলাররা যথেষ্ট ফিট না, প্রস্তুতও নয়।’

অন্যদিকে বিবিসিতে মন্তব্য করতে গিয়ে জোনাথান অ্যাগনিউর কড়া সমালোচনা, ‘আমার মনে হয় বাজবল টেকসই নয়। প্রথম বছরে এটি কাজে দিলেও এখন আর একই ধাঁচে টেস্ট খেলা সম্ভব নয়। বাজবল মৃত, সামনে নিশ্চয়ই ভিন্ন কিছু দেখতে পাব।’

তবে ব্রিসবেন টেস্টের শেষ দিকে ইংল্যান্ডকে কিছুটা ‘পুরনো ধাঁচের’ টেস্ট ক্রিকেট খেলতে দেখা গেছে, যা হয়তো কৌশল বদলের ইঙ্গিতই দিচ্ছে। সিরিজের তৃতীয় টেস্ট মাঠে গড়াবে অ্যাডিলেডে, আগামী ১৭ ডিসেম্বর। এখন দেখার বিষয়, বাজবলের সঙ্গে আপস না করে নাকি সম্পূর্ণ নতুন পথে হাঁটে ইংল্যান্ড।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর