মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজাদ কাশ্মীরে পিএসএল, আন্তর্জাতিক ম্যাচের ভাবনা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

আজাদ কাশ্মীরে পিএসএল, আন্তর্জাতিক ম্যাচের ভাবনা পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রীড়া, পর্যটন এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি লন্ডনের ঐতিহাসিক পিএসএল রোডশোতে বলেন, “আমরা মুজাফফরাবাদ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নত করছি। এতে খেলোয়াড় এবং দর্শকরা উভয়েই বিশ্বমানের অভিজ্ঞতা পাবেন। আন্তর্জাতিক খেলোয়াড়দের থাকার জন্য পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়াম পিএসএল আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে।”


বিজ্ঞাপন


নকভি আরও জানান, কেবল পিএসএল নয়, ভবিষ্যতে আরও অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও আজাদ কাশ্মীরে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা ক্রিকেটকে ঐতিহ্যবাহী ভেন্যুর বাইরে নতুন গন্তব্যে নিয়ে যেতে চাই। এ মাধ্যমে স্থানীয় দর্শকরা আন্তর্জাতিক ক্রীড়ার আনন্দ উপভোগ করতে পারবেন।”

পিসিবি কর্মকর্তারা জানান, মুজাফফরাবাদে উচ্চপর্যায়ের ক্রিকেট ম্যাচ আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করবে না, বরং স্থানীয় অর্থনীতি, পর্যটন এবং যুব সমাজের অংশগ্রহণেও বড় ভূমিকা রাখবে। এই উদ্যোগকে পাকিস্তানের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

638262_6053535_updates
ছবি: সংগৃহীত

স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। কাশ্মীরের পরিকাঠামো, আতিথেয়তা এবং নিরাপত্তা সক্ষমতার পরিচয় দেবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অনুষ্ঠানের জন্য মুজাফফরাবাদকে আকর্ষণীয় করে তুলবে।


বিজ্ঞাপন


নকভি যোগ করেন, “ক্রীড়া একত্রিত হওয়ার, আন্তর্জাতিক সদিচ্ছা প্রচার এবং যুব সমাজের জন্য সুযোগ তৈরি করার অন্যতম মাধ্যম। পিএসএল ম্যাচগুলো দেশ-বিদেশ থেকে দর্শক আনা নিশ্চিত করবে এবং ক্রীড়ার মাধ্যমে শান্তি ও উন্নয়নের বার্তা পৌঁছে দেবে।”

বর্তমানে মুজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি তৎপরভাবে চলছে। এটি শীঘ্রই আজাদ কাশ্মীরে ক্রিকেটের নতুন যুগের প্রতীক হয়ে উঠবে, একটি অঞ্চল যেখানে শান্তি, উন্নয়ন এবং ক্রীড়ার চেতনাই প্রধান লক্ষ্য।

সুত্র-জিও নিউজ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর