মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সানি লিওনের ছবি পোস্ট করে আলোচনায় অশ্বিন, দিলেন ইঙ্গিতবাহী বার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

সানি লিওনের ছবি পোস্ট করে আলোচনায় অশ্বিন, দিলেন ইঙ্গিতবাহী বার্তা

ভারতের স্পিন কিং রবিচন্দ্রন অশ্বিন বরাবরই সোশ্যাল মিডিয়ায় ধাঁধাময় পোস্টের জন্য পরিচিত। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তার তীক্ষ্ণ মন্তব্য ও ব্যতিক্রমী বিশ্লেষণ নিয়মিত আলোচনায় থাকে। তবে এবার তিনি এক্সে (পূর্বে টুইটার) যে পোস্টটি করেছেন, তা মুহূর্তেই ভারতজুড়ে আলোচনার ঝড় তুলেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) অশ্বিন একটি কোলাজ শেয়ার করেন, এক পাশে অভিনেত্রী সানি লিওন, অন্য পাশে চেন্নাইয়ের সাদু স্ট্রিট। কোনো ক্যাপশন নেই, ব্যাখ্যাও নেই, ফলে প্রথমে ভক্তরা বিভ্রান্ত। কিন্তু বেশিক্ষণ লাগেনি রহস্য উদ্‌ঘাটনে। সানি লিওনের 'সানি' আর সাদু স্ট্রিটের 'সাধু' মিলিয়েই দাঁড়ায় সানি সাধু। আর এটাই ছিল অশ্বিনের মজার ইঙ্গিত।


বিজ্ঞাপন


এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে, অশ্বিনের এই পোস্টটি ছিল তামিলনাড়ুর উদীয়মান অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে এক ধরনের অভিনব শুভেচ্ছা।

২২ বছর বয়সী এই তরুণ মাত্র কয়েক দিন আগেই আলোচনায় এসেছেন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করে। সোমবার (৮ ডিসেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে তার দ্বিতীয় ম্যাচেই তিনি খেলেন বিধ্বংসী ক্যামিও। মাত্র ৯ বলে ৩০ রান। সাই সুদর্শনের সঙ্গে (অপরাজিত ১০১) ৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এনে দেন চমকপ্রদ জয়।

ক্রিকেটপ্রেমীদের মতে, অশ্বিনের এই কৌতুকপূর্ণ পোস্টটি শুধু প্রশংসাই নয়, সানি সাধুর বাজারমূল্যও বাড়িয়ে দিতে পারে। আইপিএল ২০২৬-এর মিনি নিলামের জন্য ইতোমধ্যে তিনি নিবন্ধন করেছেন ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য দিয়ে। অশ্বিনের পোস্টে তার নাম ভাইরাল হওয়ায় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি এখন তাকে নিয়ে ভাবতে বাধ্য হতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর