মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত

সাংবাদিক লাঞ্ছনা, শর্তভঙ্গ এবং চরম অব্যবস্থাপনার অভিযোগে লাতিন বাংলা সুপার কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফলে আগামী বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের সাও বার্নার্দো অনূর্ধ্ব–২০ দল ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন অনূর্ধ্ব–২০ দলের মধ্যকার ম্যাচটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

মন্ত্রণালয় জানায়, ৫, ৮ ও ১১ ডিসেম্বর স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হলেও আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড একাধিক গুরুত্বপূর্ণ শর্ত লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে— টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব না দেওয়া। বিক্রয়কৃত অর্থের ৫০% জাতীয় ক্রীড়া পরিষদে জমা না দেওয়া। স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন না করা। স্পনসরশিপ ও সম্প্রচারস্বত্বের হিসাব জমা না দেওয়া


বিজ্ঞাপন


এছাড়া সোমবার রাতের ম্যাচ চলাকালে এক সাংবাদিককে নিরাপত্তাকর্মীদের মারধর করার ঘটনাও মন্ত্রণালয়কে বিশেষভাবে উদ্বিগ্ন করেছে। মন্ত্রণালয় বলছে, আয়োজকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণেই সাংবাদিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে। 

এই পরিস্থিতিতে ১১ ডিসেম্বরের ম্যাচ স্থগিত রাখা হয়েছে। আয়োজকদের ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আগের দুই ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব জমা দিতে বলা হয়েছে। এদিকে আয়োজকেরা যাঁদের বাংলাদেশে আনার ঘোষণা দিয়েছিল, ফুটবল কিংবদন্তি কাফু ও ক্যানিজিয়ার সফরও এখন অনিশ্চয়তায় পড়েছে।

সব মিলিয়ে আয়োজক প্রতিষ্ঠান শর্ত পূরণ করতে না পারলে লাতিন বাংলা সুপার কাপের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে যেতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর