মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, যা থাকছে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, যা থাকছে

আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে গরম আবহাওয়া বিবেচনায় নতুন একটি নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচে প্রতি অর্ধে নির্দিষ্ট সময় পর বাধ্যতামূলক পানি পানের বিরতি দেওয়া হবে।

ফিফা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে প্রথমার্ধের নিয়মিত বিরতির পাশাপাশি ম্যাচের দুই অর্ধেই আলাদা করে আরও দুটি করে পানি পানের বিরতি থাকবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি অর্ধে ২২ মিনিট খেলা শেষ হওয়ার পর রেফারি তিন মিনিটের বিরতি ডাকবেন, যাতে খেলোয়াড়রা পানি পান করে শরীর ঠান্ডা রাখতে পারেন।


বিজ্ঞাপন


আগে ‘কুলিং ব্রেক’ নিয়ম থাকলেও তার জন্য শর্ত ছিল, ম্যাচ শুরুর সময় মাঠের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। সেই ক্ষেত্রে প্রতি অর্ধের ৩০ মিনিট পর কেবল বিরতি দেওয়া যেত। কিন্তু এবারের বিশ্বকাপে আবহাওয়া যেমনই থাকুক না কেন, পানি পানের বিরতি বাধ্যতামূলকভাবে রাখা হচ্ছে।

বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট অফিসার মানোলো জুবিরিয়া জানান, মাঠে যদি ২০ বা ২১ মিনিটের সময় কোনো চোটজনিত কারণে খেলা থেমে যায়, তবে রেফারি চাইলে একই সময়েই পানি পানের বিরতি ঘোষণা করতে পারবেন। এতে খেলা অযথা বেশি ভেঙে যাওয়ার সম্ভাবনা কমবে।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। অর্থাৎ এমন সময়ে ও অঞ্চলে, যেখানে গরমের তীব্রতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক বিশেষজ্ঞই বলছেন, এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বিশ্বকাপ। সেই কারণেই আগেভাগে নতুন নিয়ম ঘোষণা করেছে ফিফা, যাতে খেলোয়াড়রা অতিরিক্ত গরমে ঝুঁকির মুখে না পড়েন।

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সুবিধা ও খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতেই ফিফার এই নতুন উদ্যোগ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর