মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়ালে আলোনসো ভবিষ্যৎ অনিশ্চয়তায়, জরুরি বৈঠকে বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

রিয়ালে আলোনসো ভবিষ্যৎ অনিশ্চয়তায়, জরুরি বৈঠকে বোর্ড

লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে ২–০ গোলের হতাশাজনক হারের পর রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে ক্লাবজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পরিচালনা পর্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে ক্লাবঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই হারকে রিয়াল বোর্ড ‘উদ্বেগজনক পিছিয়ে পড়া’ হিসেবে দেখছে। এর আগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩–০ ব্যবধানে জয়ের পর এমন ব্যর্থতায় হতাশ ক্লাব কর্তারা। বৈঠকে দলের সাম্প্রতিক বাজে ফর্ম এবং সামনে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়েও আলোচনা হয়েছে।


বিজ্ঞাপন


এই হারের ফলে লা লিগা টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে গেছে রিয়াল। আরও উদ্বেগজনক বিষয় হলো, শেষ পাঁচ লিগ ম্যাচে আলোনসোর দল জিতেছে মাত্র একবার। ফলে কোচকে ঘিরে চাপ আরও বেড়েছে।

বোর্ডের ধারণা, ম্যানচেস্টার সিটির বিপক্ষে আসন্ন ম্যাচ আলোনসোর ভবিষ্যতের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে। ম্যাচের ফলাফলের ওপরই অনেকটা নির্ভর করবে তিনি রিয়ালের ডাগআউটে থাকবেন কি না।

বিকল্প কোচের তালিকায় সবচেয়ে আলোচিত নাম জিনেদিন জিদান, যিনি রিয়াল ছাড়ার পর আর কোনো দল কোচিং করেননি। এছাড়া কাস্তিয়ার কোচ আলভারো আরবেলোয়াকেও ভাবছে ক্লাব।

ড্রেসিংরুমের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন বোর্ড। ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন ঝুলে থাকা, বেলিংহাম ও ভালভার্দের অনিয়মিত পারফরম্যান্স, স্কোয়াড ব্যবস্থাপনায় ঘাটতি- সবই আলোচনায় এসেছে। ড্রেসিংরুম সূত্র বলছে, অনেক খেলোয়াড় আলোনসোর কৌশল পুরোপুরি বুঝতে পারছেন না এবং তাঁর ‘অতিরিক্ত নমনীয়’ মনোভাব নিয়েও অসন্তোষ রয়েছে।


বিজ্ঞাপন


নেতৃত্ব সংকটও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মদরিচ ও লুকাস ভাসকেস চলে যাওয়ার পর এবং কারভাহালের ইনজুরিতে দলে নেতৃত্বের ঘাটতি স্পষ্ট।

এর মধ্যে নতুন দুঃসংবাদ এসেছে ডিফেন্সে। এদের মিলিতাও গুরুতর চোটে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকবেন। সেল্টার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই ইনজুরিতে বের হয়ে যান তিনি; পরীক্ষায় তাঁর বাঁ পায়ের টেন্ডন ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

সব মিলিয়ে ইনজুরি, ফর্মহীনতা ও ড্রেসিংরুম অস্থিরতায় চাপে আছেন জাবি আলোনসো। এখন ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচই নির্ধারণ করতে পারে রিয়াল মাদ্রিদের কোচিং ভবিষ্যৎ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর