মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার, বাদ পড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

আইপিএল নিলামে বাংলাদেশে সাত ক্রিকেটার, বাদ পড়লেন সাকিব

বিপিএলের নিলামে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও জায়গা হয়নি বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবার একই দৃশ্য দেখা গেল আইপিএল মিনি নিলামেও। প্রাথমিক তালিকায় সাকিবের নাম থাকলেও আইপিএল কর্তৃপক্ষ প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম নেই।

চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাত বাংলাদেশি ক্রিকেটার- মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।


বিজ্ঞাপন


এবারের আইপিএল মিনি নিলাম থেকে মোট ৭৭ জন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যে ৩১ জন হবেন বিদেশি খেলোয়াড়। ১০টি ফ্র্যাঞ্চাইজি যখন তাদের পছন্দের খেলোয়াড়দের তালিকা জমা দেবে, সেই তালিকার ভিত্তিতেই আইপিএল কর্তৃপক্ষ চূড়ান্ত শর্টলিস্ট তৈরি করেছে। দলগুলোকে ৫ ডিসেম্বরের মধ্যে তাদের পছন্দের নাম পাঠাতে বলা হয়েছিল।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারে। 

এবারের আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আয়োজক শহর আবুধাবি। ভারতের বাইরে আরও ১৪টি দেশের খেলোয়াড় এই নিলামের জন্য নিজেদের নিবন্ধন করেছেন।

এবারের নিলামের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তবে আরেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল নিলামে অংশ নিচ্ছেন না, কারণ তিনি নিজের নাম নিবন্ধন করেননি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর