সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অভিষেক ম্যাচেই ইতিহাস লিখলেন বরোদার উইকেটরক্ষক-ব্যাটার অমিত পাসি। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে সার্ভিসেসের বিপক্ষে তিনি মাত্র ৫৫ বলে খেলেন দারুণ ১১৪ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ১০টি চার ও ৯টি ছক্কা, বাউন্ডারি থেকেই ৯৪ রান।
এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাকিস্তানের বিলাল আসিফের ২০১৫ সালের রেকর্ড (৪৮ বলে ১১৪) স্পর্শ করলেন অমিত পাসি।
বিজ্ঞাপন
শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ২৪ বলে ফিফটি তুলে নেওয়ার পর ৪৪তম বলে ছক্কায় স্পর্শ করেন সেঞ্চুরি। জিতেশ শর্মার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দুর্দান্তভাবে তা কাজে লাগালেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটার এখন অমিত। এর আগে করেছিলেন অক্ষত রেড্ডি (২০১০) ও শিভম ভামব্রি (২০১৯)।
অমিতের সেঞ্চুরিতে বরোদা ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২২০ রান। জবাবে সার্ভিসেসকে ১৩ রানে হারিয়ে জয় তুলে নেয় বরোদা। ডেড-রাবার ম্যাচ হলেও অমিত পাসির ইনিংস ম্যাচটিকে করেছে স্মরণীয়।

