সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে নিজের পরিকল্পনা জানালেন তামিম

সাদা বলের ক্রিকেটে নিয়মিত ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাট হাতে নিয়মিত রান করায় তাকে নিয়ে বড় আশা করছে বাংলাদেশ দল। তবে বৈশ্বিক আসরে বা এশিয়া কাপের মতো বড় মঞ্চে এখনো নিজের সেরা খেলাটা দেখাতে পারেননি তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ওপেনার হিসেবে মাঠে নামার সম্ভাবনা বেশি তানজিদের। বড় মঞ্চে ভালো করার প্রত্যাশা নিয়েই প্রস্তুতি নিচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। নিজেও স্বীকার করেছেন, বৈশ্বিক আসরে এখনো প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি।


বিজ্ঞাপন


গণমাধ্যমে তানজিদ বলেন, 'আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।'

তিনি আরও যোগ করেন, 'এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।'

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আর কোনো সিরিজ নেই। আর বিপিএলের পর প্রস্তুতির সময়ও খুব কম। তাই বিপিএলের আগেই মিরপুরে ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে টিম ম্যানেজমেন্ট। এই ক্যাম্পেই অনুশীলন করছেন তানজিদ, পারভেজ হোসেন ইমনসহ অন্যান্য ব্যাটাররা। ক্যাম্পে কাজ করছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

এই ক্যাম্পের গুরুত্ব সম্পর্কে তানজিদ বলেন, 'খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।'


বিজ্ঞাপন


'সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন, পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।'

দলের স্বার্থে যেকোনো পজিশনে ব্যাট করার ইচ্ছা জানিয়ে রাখলেন বাঁহাতি ব্যাটার, 'আসলে এখানে কেউই স্থিতিশীল না। দলের জন্য যখন যাকে যেখানে দরকার হবে, সে সেই পজিশনেই খেলবে। গত সিরিজেও আপনারা দেখেছেন যে একজন ওপেনার ব্যাটসম্যানকে তিন-চার নম্বরে খেলানো হয়েছে। আমার মনে হয় এখানে স্থিতিশীল বলে কিছু নেই। দলের কাছে যেটা ভালো মনে হবে, সেটাই আর কী।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর