সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় নতুন ভেন্যুতে টেস্ট খেলতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় নতুন ভেন্যুতে টেস্ট খেলতে পারে বাংলাদেশ

টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত একবারই অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশ দলের ২০০৩ সালে। মেলবোর্ন বা অ্যাডিলেডের মতো বড় ভেন্যু নয়, সেই সিরিজ হয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। প্রায় ২২ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, আর এবারও হতে পারে নতুন ভেন্যুর অভিষেক।

২০২৬ সালের অগাস্টে অস্ট্রেলিয়ায় দুই টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান গ্রীষ্ম শুরুর আগে হওয়ায় দেশের বড় ভেন্যুগুলো পাওয়া কঠিন। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবছে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে দেশের ১২তম টেস্ট ভেন্যু করার কথা। তবে ভেন্যু এখনো চূড়ান্ত নয়।


বিজ্ঞাপন


রিফ অ্যারেনার পাশাপাশি আগের মতো ডারউইন ও কেয়ার্নসও আলোচনায় আছে। নতুন করে টাউনসভিলও রয়েছে বিকল্প তালিকায়। উত্তর অস্ট্রেলিয়ার উষ্ণ আবহাওয়ার কারণে সারা বছরই সেখানে ক্রিকেট আয়োজন সম্ভব, তাই একাধিক বিকল্প ভেন্যু বিবেচনা করছে সিএ।

ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি জানিয়েছেন, তিনি আশাবাদী যে ডারউইন একটি ম্যাচ পাবে।

এদিকে ২০২৬–২৭ মৌসুমটা অস্ট্রেলিয়ার জন্য ব্যতিক্রমী। নিয়মিত গ্রীষ্মে মাত্র চারটি টেস্ট নির্ধারিত হয়েছে- নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থ, অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। এরপর ২০২৭ সালের মার্চে এমসিজিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ এক টেস্ট হবে ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপনে। এর ফলে প্রায় ৫০ বছর পর ব্রিসবেনের গ্যাবায় কোনো টেস্ট হচ্ছে না।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফুলি জানান, গ্যাবায় না হলেও রাজ্যেরই আরেক ভেন্যু ম্যাকাই বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট আয়োজন করবে বলে তিনি আত্মবিশ্বাসী।


বিজ্ঞাপন


গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বছরের সাদা বলের সিরিজের একটি ম্যাচ আয়োজন করেছে। ডারউইন, কেয়ার্নস ও ম্যাকাই- তিনটিতেই ছিল দর্শকপূর্ণ স্টেডিয়াম। ম্যাকাই ভেন্যুটি উন্নয়নের জন্য রাজ্য সরকার থেকে ২ কোটি ডলার তহবিল পেয়েছে। এখানে এর আগে অস্ট্রেলিয়া নারী দলের আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর