রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতের বিশ্বকাপজয়ী কোচকে দলে ভেড়াল নামিবিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

ভারতের বিশ্বকাপজয়ী কোচকে দলে ভেড়ি নামিবিয়ার চমক

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সাপোর্ট স্টাফে বড় পরিবর্তন এনেছে নামিবিয়া ক্রিকেট দল। ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

নামিবিয়ার প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন কারস্টেন। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়েই শিগগিরই দায়িত্ব শুরু করবেন তিনি।


বিজ্ঞাপন


ক্রিকেট নামিবিয়ার দেওয়া এক বিবৃতিতে নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারস্টেন। তিনি বলেন,“ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজ করা নিঃসন্দেহে একটি বিশেষ সুযোগ। তাদের নিষ্ঠা ও দৃঢ়তা আমাকে পুরোপুরি মুগ্ধ করেছে। তাদের নতুন অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামই প্রমাণ যে দলগুলোকে বিশ্বের সেরা ক্রিকেট দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ।”

“তাদের সিনিয়র পুরুষ দল ভালো পারফর্ম করছে। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাড়তি কিছু যোগ করার জন্য আমি মুখিয়ে আছি।”

গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক উন্নতি করে যাচ্ছে নামিবিয়া। গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই তারা খেলেছে এবং আগামী বছরও খেলবে। পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-স্বাগতিকও তারা।

২০০৪ সালে ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে আসেন কারস্টেন। ২০০৭ সালে ভারতের জাতীয় দলের কোচ হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতান। পরে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচিং করেছেন। নামিবিয়ার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে এবার তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দেশটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর