রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে যে আবেগঘন বার্তা মেসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে যে আবেগঘন বার্তা মেসির

তিন বছর অপেক্ষার পর অবশেষে মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম লিগ শিরোপা জিতেছেন লিওনেল মেসি। তার দারুণ নৈপুণ্যে ইন্টার মিয়ামির প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তোলে। ম্যাচে দুইটি অ্যাসিস্টসহ তিনটি গোলে সরাসরি ভূমিকা রাখেন তিনি। এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা।

শিরোপা জয়ের পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে মেসি বলেন, “তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা চ্যাম্পিয়ন। এ বছর লিগ জেতাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। পুরো দল দায়িত্ব নিয়ে খেলেছে, এই মুহূর্তটির জন্য আমরা অপেক্ষা করছিলাম।”


বিজ্ঞাপন


ইন্টার মিয়ামির কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো জানান, শেষ কয়েক ম্যাচে মেসির প্রচেষ্টাই প্রমাণ করেছে এই শিরোপা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।

বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা ও সের্হিও বুসকেতস ইতোমধ্যে অবসর নিয়েছেন। তাদের নিয়েও আবেগঘন বার্তা দেন মেসি। তিনি বলেন,“ওরা দুজনই ফুটবলের ইতিহাসে সেরাদের মধ্যে। এমএলএস শিরোপা জিতে বিদায় নিতে পারা ভাগ্যের ব্যাপার। তারা আমার খুব কাছের বন্ধু, এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর