যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে একটি অপ্রত্যাশিত ও বিব্রতকর ঘটনা ঘটে যায়। বিশ্বকাপ ট্রফি মঞ্চে তোলার সময় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে গ্লাভস পরে ট্রফি ধরতে বলা হয়। এতে আর্জেন্টাইন প্রতিনিধিদলের সদস্যরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর পরদিনই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে লিওনেল স্কালোনির কাছে ক্ষমা চান।
বিজ্ঞাপন
তিনি স্কালোনিকে আবার মঞ্চে আমন্ত্রণ জানান এবং বলেন, “আমি খুবই দুঃখিত। ফিফার পক্ষ থেকে আপনার কাছে আন্তরিক ক্ষমা চাইছি। বিশ্ব চ্যাম্পিয়নরা ট্রফি খালি হাতে স্পর্শ করতেই পারেন।”
এরপর স্কালোনি হাসিমুখে খালি হাতেই বিশ্বকাপ ট্রফি তুলে ধরেন। পরে তিনি মজা করে বলেন, “হয়তো আমাকে কারো সঙ্গে গুলিয়ে ফেলেছিল, তাই কাল ট্রফি ধরতে দেয়নি!”
২০২৬ বিশ্বকাপে ড্রয়ে আর্জেন্টিনা পড়েছে ‘গ্রুপ জি’-তে। তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৭ জুন ২০২৬ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মেসি-স্কালোনির দল।

