রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসির জাদুতে প্রথমবার এমএলএস শিরোপা জিতল মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

মেসির জাদুতে প্রথমবার এমএলএস শিরোপা জিতল মিয়ামি

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে শনিবার রাতটা যেন স্বপ্নের মতো কাটল ইন্টার মিয়ামি সমর্থকদের। লিওনেল মেসির নেতৃত্বে দলটি ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে। এই জয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়ে এমএলএস কাপ ঘরে তুলল গোলাপি-কালো জার্সিধারীরা।

ম্যাচে মেসি গোল করেননি ঠিকই, কিন্তু তিনটি গোলের তিনটিতেই ছিল তাঁর পায়ের ছোঁয়া। মাত্র ৮ মিনিটের মাথায় মধ্যমাঠ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে তাদেও আলেন্দেকে দারুণ এক পাস দেন তিনি। আলেন্দের ক্রস ভ্যানকুভারের এডিয়ার ওকাম্পোর পায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায় ১-০!


বিজ্ঞাপন


দ্বিতীয়ার্ধে ভ্যানকুভার সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুললেও মাত্র ৬২ মিনিটে আলি আহমেদ গোল করে ১-১ করেন। কিন্তু তারপরই এলো মেসি-ম্যাজিক। ভ্যানকুভারের আন্দ্রেস কুবাসের পা থেকে বল কেড়ে নিয়ে রদ্রিগো ডি পলকে অসাধারণ পাস দেন মেসি। ডি পলও ভুল করেননি, জোরাল শটে গোল, ২-১!

ইনজুরি টাইমে আবারও মেসির কারিকুরি। আলেন্দেকে এমন একটা পাস দিলেন যে গোল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আলেন্দে সহজেই বল জালে জড়ান ৩-১। পুরো প্লে-অফে মেসির অবদান ১৫টি গোল (৬ গোল + ৯ অ্যাসিস্ট)!

এই ম্যাচটি আরও বিশেষ হয়ে রইল আরেক কারণে, এটাই ছিল জর্দি আলবা ও সের্জিও বুসকেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচ। বার্সেলোনার এই দুই প্রাণপুরুষ্ক একসঙ্গে মেসির সঙ্গে এসে ইন্টার মিয়ামিকে শিরোপা উপহার দিয়ে অবসর নিলেন।

আলবা ও বুসকেটস দুজনেই বার্সেলোনা ও স্পেনের জার্সিতে অসংখ্য শিরোপা জিতেছেন। তাঁদের হাত ধরে মেসি আবারও শিরোপার স্বাদ নিলেন, আর তাঁরাও ক্যারিয়ারের শেষটা রাঙালেন সোনালি রঙে। মাত্র দেড় বছর আগেও যে ইন্টার মিয়ামি লিগ টেবিলের তলানিতে ছিল, সেই দল আজ এমএলএস চ্যাম্পিয়ন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর