রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

আমিরুলের চতুর্থ হ্যাটট্রিকে বিশ্বকাপে কোরিয়াকে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন আমিরুল ইসলাম। চলতি টুর্নামেন্টে তিনবার হ্যাটট্রিক করার পর শনিবার স্থান নির্ধারণী ম্যাচে তিনি করলেন চতুর্থ হ্যাটট্রিক। তার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ ৫-৩ গোলে হারিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে।

ভারতের মাদুরাইয়ে ম্যাচের শুরুটা ছিল কোরিয়ার। ১০ ও ২০ মিনিটে লি মিনহিয়োকের দুই গোলেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে এরপরই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আমিরুল ইসলাম ২১, ২৪ ও ৩৫ মিনিটে।


বিজ্ঞাপন


৫২ মিনিটে আক্রমণ থেকে গোল করে স্কোর ৪-২ করেন ওবায়দুল জয়। তবে পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করে লি মিনহিয়োক ব্যবধান কমান (৪-৩)।

শেষ পর্যন্ত ৬০ মিনিটে রকিবুল হাসানের গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে। ফলে ৫-৩ ব্যবধানে মাঠ ছাড়ে লাল–সবুজের তরুণরা।

প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলতে আসা বাংলাদেশ সোমবার ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রিয়ার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর