টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার আশা প্রকাশ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দলের পরিকল্পনা, মিডল অর্ডারের চ্যালেঞ্জ, বিপিএলকে ঘিরে প্রস্তুতি; সব প্রসঙ্গেই খোলামেলা কথা বলেছেন তিনি। তবে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এই কোচ।
গত ডিসেম্বর দায়িত্ব নেয়ার পর ওয়ানডে ও টেস্টে ফল সন্তোষজনক না হলেও টি-টোয়েন্টিতে উন্নতি করেছে বাংলাদেশ। কোচের মতে, পরিকল্পনা ঠিক থাকায় এই ফরম্যাটে অগ্রগতি দেখা যাচ্ছে। তার বিশ্বাস, ঠিক জায়গায় ঠিক খেলোয়াড়রা পারফর্ম করলে বিশ্বকাপে বাংলাদেশ অনেক দূর যেতে পারবে। “আমি আশা করি আমরা সেমিফাইনালে যাব,” বলেন তিনি।
বিজ্ঞাপন
তবে মিডল অর্ডার নিয়ে বেশ চিন্তিত সালাউদ্দিন। জাকের, শামীম ও সোহানদের নিয়ে তৈরি এই ব্যাটিং অর্ডারের অভিজ্ঞতার ঘাটতি তার চোখে স্পষ্ট। তিনি বলেন, “গত ১৫-১৬ বছর রিয়াদ, সাকিব, মুশফিকরা মিডল অর্ডারে খেলেছেন। নতুনদের অনেক কম সুযোগ হয়েছে। এ জায়গায় ম্যাচিউরড খেলোয়াড় দরকার।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। প্রস্তুতি হিসেবে একমাত্র ভরসা বিপিএল। তবে বিপিএল আদর্শ প্রস্তুতি হবে কি না, সেটা নিয়ে সতর্ক তিনি। তবুও খেলোয়াড়দের নিয়মিত ম্যাচ প্র্যাকটিসকে ইতিবাচক হিসেবে দেখছেন।
বিপিএলে খেলোয়াড়দের ফিটনেস, টেকনিক, মেন্টাল সেট; সবকিছু পর্যবেক্ষণের পরিকল্পনার কথাও জানালেন সালাউদ্দিন। তার ভাষায়, “জাতীয় দলে যে ট্রেনিং পায়, বিপিএলে তা না পেলে আমাদের আবার ঠিক করতে সময় লাগবে। তাই সব দিকেই নজর রাখতে হবে, কারণ সময় খুব কম।”
বিপিএলকে মিস করেন কি না- এ প্রশ্নে সালাউদ্দিনের সোজাসাপ্টা উত্তর, “আমি সাধারণত কোনো কিছু মিস করি না।”

