আসন্ন আইপিএল মিনি নিলামকে ঘিরে বাড়ছে উত্তাপ। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। আটটি দলে মোট ৭৭টি খালি জায়গা রয়েছে, যার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য জায়গা আছে মাত্র ৩১টি।
এবার নিলামে নাম দিয়েছেন ১৪ দেশের মোট ১,৩৫৫ জন ক্রিকেটার। ২ কোটি রুপি বেস প্রাইস ক্যাটাগরিতে রয়েছেন ৪৫ জন, যার মধ্যে ৪৩ জনই বিদেশি।
বিজ্ঞাপন
বিদেশি তালিকায় আছেন ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাথিসা পাথিরানা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড মিলার ও লুঙ্গি এনগিডির মতো তারকা ক্রিকেটাররা। বিশেষ করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে দলগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হওয়ার আভাস মিলছে।
সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে প্রায় ৬৪.৩ কোটি রুপি। তাই গ্রিনকে দলে নিতে তারাই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।
তবে বিদেশি ক্রিকেটারদের বেতনে এবার কড়া সীমা বেঁধে দিয়েছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়ের দর ১৮ কোটি রুপির বেশি উঠলেও তিনি পাবেন সর্বোচ্চ ১৮ কোটিই। বাকি টাকাটি যোগ হবে বিসিসিআইয়ের প্লেয়ার ডেভেলপমেন্ট ফান্ডে।
২০২৩ সালের নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি এবং প্যাট কামিন্স ২০.৫ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন। এবারও বড় অঙ্ক উঠতে পারে, তবে তাদের মতো কেউই হাতে ১৮ কোটির বেশি পাবেন না। ভবিষ্যতের মহানিলামেও এই বেতনসীমা প্রযোজ্য হবে।

