রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপ ড্রয়ের পর নেইমারকে নিয়ে যা জানালেন আনচেলত্তি

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের গ্রুপ ড্র।

ড্র অনুযায়ী, ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ড্রয়ের পর আবারও আলোচনা শুরু হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ দলে কি থাকবেন নেইমার?


বিজ্ঞাপন


এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, *নেইমার যদি শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো থাকেন, তবে তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন। মার্চ মাসের ফিফা ফিক্সচারের পরই ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

আনচেলত্তি বলেন, “নেইমার যদি সেরা ফর্মে থাকে, সে খেলবে। দল গড়ার সময় আমরা নেইমারসহ ও নেইমার ছাড়া দুই পরিস্থিতিই বিবেচনা করছি। একই নিয়ম অন্য সব খেলোয়াড়ের ক্ষেত্রেও প্রযোজ্য।”

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন,“আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। গ্রুপের সব ম্যাচই জেতার সামর্থ্য আমাদের আছে। পুরো টুর্নামেন্টজুড়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকাই মূল লক্ষ্য।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর