রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোথায় মুখোমুখি হতে পারে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কোথায় মুখোমুখি হতে পারে

১৯৯০ সালের পর ফিফা বিশ্বকাপে আর মুখোমুখি হয়নি ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র হওয়ার পর আবারও শুরু হয়েছে আলোচনা, এই আসরে কি দেখা যাবে দুই লাতিন পরাশক্তির লড়াই?

কাগজ–কলমে এর সম্ভাবনা বেশ উজ্জ্বল। তবে যেভাবেই হোক, দুই দলকেই অন্তত সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হবে। তার আগে কোনো রাউন্ডেই ব্রাজিল–আর্জেন্টিনার দেখা হওয়ার সুযোগ নেই।


বিজ্ঞাপন


শুক্রবার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্র অনুযায়ী ‘সি’ গ্রুপে আছে ব্রাজিল, মরোক্কো, স্কটল্যান্ড ও হাইতি। ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

স্বাভাবিক পরিস্থিতিতে দুই দলই নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে। আর যদি তাই হয়, তাহলে সম্ভাবনা রয়েছে সেমি-ফাইনালে মুখোমুখি হওয়ার। তবে তার আগে তাদের পার হতে হবে রাউন্ড অব ৩২, শেষ ষোলো এবং কোয়ার্টার-ফাইনালের ধাপগুলো।

গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে যদি দুই দলই দ্বিতীয় হয়, তাহলেও সেমি-ফাইনালেই দেখা হবে তাদের। কিন্তু একজন প্রথম আর অন্যজন দ্বিতীয় হলে, ফাইনালের আগে এই মহারণ দেখার সুযোগ থাকবে না।

আর যদি কোনো দল অঘটন ঘটিয়ে তৃতীয় স্থানে থাকে, সেক্ষেত্রে কোন রাউন্ডে তাদের দেখা হতে পারে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।


বিজ্ঞাপন


ফিফা বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। ১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিল জেতে ২–১ গোলে। ১৯৭৮ এ ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্র। ১৯৮২ সালে ব্রাজিলের জয় ৩–১। সর্বশেষ ১৯৯০ সালের শেষ ষোলোতে ক্যানিজিয়ার গোলে আর্জেন্টিনা ব্রাজিলকে বিদায় করে।

তাই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর ২০২৬-এর আসরে কি আবার দেখা মিলবে ফুটবল দুনিয়ার সবচেয়ে উত্তাল লড়াইয়ের? উত্তরটা সময়ই বলবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর