রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেসির বিশ্বকাপ খেলার সিদ্ধান্তের অপেক্ষায় স্কালোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

মেসির বিশ্বকাপ খেলার সিদ্ধান্তের অপেক্ষায় স্কালোনি

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, এখনও তা নিশ্চিত নয়। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দল মেসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ৩৯ বছরে পা রাখতে চলা মেসি এখনও জানাননি তিনি ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নেবেন কি না।

কেনেডি সেন্টারে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে স্কালোনি বলেন, “মেসি না খেললে তা হবে অবিশ্বাস্য ঘটনা। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সবকিছু আপাতভাবে ঠিকই চলছে।”


বিজ্ঞাপন


সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, তিনি প্রতিদিন ভাবছেন কী করবেন। তার কথায়, “নিজের অনুভূতি বুঝে সৎভাবে সিদ্ধান্ত নিতে চাই। এ বছর আমি ভালোই অনুভব করেছি।” যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হওয়ায় বিষয়টি তার জন্য স্বস্তির, কারণ তিনি এখন ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে খেলবে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়ার সঙ্গে। ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারলেও শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই স্মৃতি টেনে স্কালোনি বলেন, “প্রতিটি ম্যাচেই আমাদের সেরাটা দিতে হবে। বিশ্রামের সুযোগ নেই, আমরাই তা অভিজ্ঞতা থেকে সবচেয়ে ভালো জানি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর