রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্রাইস্টচার্চ টেস্টে ঐতিহাসিক লড়াই, বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ক্রাইস্টচার্চ টেস্টে ঐতিহাসিক লড়াই, বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে অসাধারণ লড়াই করে টেস্ট ড্র করল ওয়েস্ট ইন্ডিজ। ৫৩১ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের শেষ বিকেলে ৬ উইকেটে ৪৫৭ রান তুলে ম্যাচ বাঁচায় ক্যারিবিয়ানরা। চতুর্থ ইনিংসে এটি পাঁচ দিনের টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্ব রেকর্ড।

২৩ বছর আগে ২০০২ সালে চতুর্থ ইনিংসে ৪৫১ রান করেছিল নিউজিল্যান্ড।  সেটাই ছিল এতদিন আধুনিক টেস্টের চতুর্থ দিনে সর্বোচ্চ রানের রেকর্ড। আজ ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করেছে ৪৫৭ রান নিয়ে। তাতেই ভাঙা হয়ে গেছে বিশ্বরেকর্ডটা। আর সব মিলিয়ে টেস্টের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখনও ১৯৩৯ সালের ডারবান টেস্টে ইংল্যান্ডের ৬৫৪ রান।


বিজ্ঞাপন


চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের নায়ক জাস্টিন গ্রিভস। ৩৮৮ বলে ২০২ রানের ম্যারাথন ডাবল সেঞ্চুরিতে তিনি অপরাজিত থাকেন। তাকে দুর্দান্ত সঙ্গ দেন কেমার রোচ ৫৮ রানে অপরাজিত। দুজন মিলে সপ্তম উইকেটে ৪১০ বল মোকাবিলা করে ১৮০ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ড্রয়ের নিরাপত্তায় পৌঁছে দেন। এর আগে হোপের সঙ্গে গ্রিভস ১৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। হোপ করেন ১৪০ রান।

নিউ জিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ভুগেছে ইনজুরিতে। নাথান স্মিথ বলই করতে পারেননি। ম্যাট হেনরি ১১ ওভার পরে ছিটকে যান। ফলে মূলত তিন বোলার নিয়েই লড়তে হয় তাদের।
এছাড়া দু’টি পরিষ্কার আউটের সুযোগ রিভিউ না থাকায় নিতে পারেনি কিউইরা, যা আরও হতাশ বাড়ায়।

এই ড্রয়ের মাধ্যমে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম পয়েন্ট পেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ ডিসেম্বর, ওয়েলিংটনে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর