শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র চূড়ান্ত, জেনে নিন প্রিয় দলের প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র চূড়ান্ত, জেনে নিন প্রিয় দলের প্রতিপক্ষ কারা

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল। ড্র অনুষ্ঠান শেষে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা কে কার মুখোমুখি হবে, কোন গ্রুপ সবচেয়ে কঠিন, কোন দলের সামনে অপেক্ষা সহজ পথ, এসব নিয়েই এখন সরগরম আলোচনা।

ড্র অনুষ্ঠানে ছিল বিশ্ব ক্রীড়াঙ্গনের নানা তারকার জমজমাট উপস্থিতি। সাবেক এনএফএল সুপারস্টার টম ব্র্যাডি, এনবিএ কিংবদন্তি শাকিল ও’নিল, আর এনএইচএল আইকন ওয়েন গ্রেটজকি সরাসরি অংশ নেন ড্র প্রক্রিয়ায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় সম্প্রচারক সামান্থা জনসন ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক রিও ফার্ডিনান্ড। মঞ্চে ছিলেন বেসবলের তারকা অ্যারন জাজও। ক্রীড়া জগতের এতসব তারকার উপস্থিতিতে ড্র অনুষ্ঠানটি যেন পরিণত হয়েছিল এক উৎসবমুখর আয়োজনে।


বিজ্ঞাপন


আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। গ্রুপ পর্ব থেকে নক-আউট রাউন্ডের উত্তেজনা পেরিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় যুদ্ধে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে ১৯ জুলাই।

এক নজরে দেখে নিই-

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক/ম্যাসেডোনিয়া/চেকিয়া/আইরল্যান্ডের মধ্যে থেকে প্লে অফ খেলে একটি দল আসবে।
গ্রুপ বি:  কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইতালি/নর্দার্ন আয়ারল্যান্ড/ওয়েলস/বসনিয়ার 
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কোসোভো
গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাকাও
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, টিউনিসিয়া,  ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে,  ইরাক/বলিভিয়া/সুরিনাম
গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডি.আর. কঙ্গো/জামাইকা/নিউ ক্যালেডোনিয়া
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর