২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না এমএলএস ও আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড জানালেন, শরীর সাড়া দিলে তিনি অবশ্যই আর্জেন্টিনার হয়ে শিরোপা রক্ষার অভিযানে থাকতে চান।
মেসির ভাষায়, “আমি আশা করি সেখানে থাকতে পারব। আগেও বলেছি, থাকতে খুবই চাই। সবচেয়ে খারাপ হলেও গ্যালারিতে বসে নিজ চোখে দেখব- কারণ বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, আর আমাদের দেশের জন্য তো সেটা আরও অন্যরকম।”
বিজ্ঞাপন
এখন ইন্টার মায়ামিকে নেতৃত্ব দিতে প্রস্তুত মেসি; শনিবার এমএলএস কাপ ফাইনালে তাদের প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। সাক্ষাৎকারে মেসি বলেন, আর্জেন্টিনা দলে এখন তরুণ প্রতিভার ভিড়, যা স্কোয়াড গঠনে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাবে কোচ লিওনেল স্কালোনিকে।
তিনি বলেন, “নতুন নতুন খেলোয়াড় উঠে আসছে। যারা আছে তাদের সঙ্গে নতুন মুখও যোগ হচ্ছে নিয়মিত। দলটা যখন এভাবে গড়ে ওঠে, নতুনদের মানিয়ে নিতে সুবিধা হয়।”
পাঁচটি বিশ্বকাপ খেলা মেসি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) ও সর্বোচ্চ গোলের (১১৫) মালিক।

