শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেকর্ড ভাঙলেও ওয়াসিম আকরামকেই সেরা মনে করেন স্টার্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

রেকর্ড ভাঙলেও ওয়াসিম আকরামকেই সেরা মনে করেন স্টার্ক

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক হয়ে গেলেন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বাঁ-হাতি ফাস্ট বোলার। গ্যাবায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন তিনি। ছাড়িয়ে যান কিংবদন্তি ওয়াসিম আকরামকে। তবে আকরামের রেকর্ড ভাঙলেও পাকিস্তানি লেজেন্ডকে শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করেছেন অজি এই পেসার, বললেন, “ওয়াসিম এখনো বাঁ-হাতি পেসারদের চূড়া।”

বৃহস্পতিবার দিন-রাতের এই ম্যাচে স্টার্ক গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুকের উইকেট। এর মাধ্যমে তার টেস্ট উইকেট সংখ্যা দাঁড়ায় ৪১৮, যা ভাঙে ওয়াসিম আকরামের ১০৪ টেস্টে করা ৪১৪ উইকেটের রেকর্ড।


বিজ্ঞাপন


টেস্টে বাঁ-হাতি ফাস্ট বোলারদের সর্বোচ্চ উইকেট

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ৪১৮ (১০২* ম্যাচ)

ওয়াসিম আকরাম (পাকিস্তান) – ৪১৪ (১০৪ ম্যাচ)

চামিন্দা ভাস (শ্রীলঙ্কা) – ৩৫৫ (১১১ ম্যাচ)


বিজ্ঞাপন


ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) – ৩১৭ (৭৮ ম্যাচ)

মিচেল জনসন (অস্ট্রেলিয়া) – ৩১৩ (৭৩ ম্যাচ)

৩৫ বছর বয়সী স্টার্ক শুধু রেকর্ডই ভাঙেননি, প্রথম দিনের খেলাও শেষ করেছেন দুর্দান্ত পরিসংখ্যান নিয়ে, ১৯ ওভারে ৬/৭১। তবে জো রুটের সেঞ্চুরি দৃঢ়তা এনে দিয়েছে ইংলিশদের; দিন শেষে তারা ছিল ৩২৫/৯।

দিনশেষে স্টার্ককে যখন রেকর্ড নিয়ে জিজ্ঞেস করছিলেন মাইকেল ভন, তখনও তিনি বিনয়ী কণ্ঠে বললেন, “ওয়াসিমই বাঁ-হাতি বোলারদের চূড়া। বল হাতে তিনি সর্বকালের সেরাদের একজন। আমার কাছে তিনিই এখনো সেরা।”

এর আগেই সোশ্যাল মিডিয়ায় স্টার্ককে অভিনন্দন জানিয়েছিলেন ওয়াসিম আকরাম। বার্তায় তিনি লিখেছেন, “সুপার স্টার্ক! গর্ব হচ্ছে তোমাকে দেখে। তোমার কঠোর পরিশ্রমই তোমাকে এখানে নিয়ে এসেছে। জানতাম, সময়ের অপেক্ষা মাত্র ছিল। আমার রেকর্ড ভাঙায় আমি খুশি। সামনে আরও উঁচুতে উড়ো।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর