শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কোহলি ছাড়া ক্রিকেট কিছুই নয়’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

‘কোহলি ছাড়া ক্রিকেট কিছুই নয়’

ক্রীড়াঙ্গনে একটি কথা খুবই পরিচিত ‘ফর্ম সাময়িক, ক্লাস চিরস্থায়ী।’ এর সবচেয়ে উপযুক্ত উদাহরণ যেন আবারও দিলেন বিরাট কোহলি। টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসরের পর ওয়ানডেতেও তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতের বোর্ড থেকে শুরু করে কোচ গৌতম গম্ভীর, অনেকেই সন্দিহান ছিলেন কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায়।

অস্ট্রেলিয়া সফরে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর অনেকে ভাবতে শুরু করেছিলেন, কোহলির ক্যারিয়ারের শেষ বোধহয় সামনে দাঁড়িয়ে। কিন্তু কোহলি আবারও প্রমাণ করলেন, সমালোচকদের জবাব তিনি দেন ব্যাট দিয়ে।


বিজ্ঞাপন


এরপর শুরু হলো তাঁর স্বভাবসুলভ উত্থান ৭৪, ১৩৫ ও ১০২। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই সেঞ্চুরিতে ৩৭ বছর বয়সী এই ব্যাটার আবারও মুগ্ধ করলেন পুরো ক্রিকেটবিশ্বকে। সাবেক ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভরিয়ে তুলছেন তাঁকে।

বীরেন্দ্র শেবাগ লিখেছেন, ‘বিরাটের ১০০ করার নেশা আলাদা। টানা সেঞ্চুরি, কিং-এর ৫৩তম ওয়ানডে শতক। বিরাট আছে তো সব সম্ভব।’ ইরফান পাঠানের মন্তব্য,‘রোববার রাজা খেলে ঠিকই, তবে সপ্তাহের অন্য দিনেও সে প্রতিপক্ষকে পরিকল্পনার বাইরে নিয়ে যায়।’ মোহাম্মদ কাইফ সবচেয়ে প্রশংসনীয় বাক্যটাই লিখলেন, ‘কোহলি ছাড়া ক্রিকেট কিছুই নয়… পুরোপুরি ভিন্টেজ!’ নারী বিশ্বকাপজয়ী ক্রিকেটার প্রতিকা রাওয়ালের মতে,‘ছন্দ অস্থায়ী, কোহলি চিরন্তন।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলি যেন আরও ভয়ঙ্কর। প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৩ ম্যাচে তাঁর রান ১,৭৪১, গড় ৬৯.৬৪, আর সেঞ্চুরি ৭টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন তাঁর দখলে।

আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১–১ সমতায় থাকা সিরিজের এই ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল। তবে ফলাফল যাই হোক, ভারতীয় ভক্তরা এখন শুধু এক নামেই মুগ্ধ বিরাট কোহলি এবং তাঁর দুরন্ত ব্যাটিং।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর