শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইনজুরি নিয়েও নেইমারের হ্যাটট্রিক, ‘মুক্তির’ আরও কাছে সান্তোস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

শেয়ার করুন:

ইনজুরি নিয়েও নেইমারের হ্যাটট্রিক, ‘মুক্তির’ আরও কাছে সান্তোস

সমর্থকদের হতাশা আর সমালোচনার মাঝেই নেইমার দেখালেন, বড় খেলোয়াড়রা নিজেদের কথা মাঠেই বলে দেন। হাঁটুর চোট নিয়ে খেললেও টানা দুই ম্যাচে সান্তোসকে জয় এনে দিয়ে দলকে অবনমন বিপদ থেকে টেনে তুলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলের সিরি ‘আঁ’-তে জুভেনতুদের বিপক্ষে সান্তোস জিতেছে ৩–০ গোলে, আর তিনটি গোলই এসেছে নেইমারের পা থেকে। দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে তিনি দলকে মূল্যবান তিন পয়েন্ট উপহার দেন। প্রায় সাড়ে তিন বছর পর এটি নেইমারের প্রথম হ্যাটট্রিক; শেষবার ২০২২ সালের এপ্রিলে পিএসজির হয়ে করেছিলেন তিনি।


বিজ্ঞাপন


এ জয়ে ৩৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগে ১৪ নম্বরে সান্তোস। অবনমন এড়াতে তাদের পরের ম্যাচটি হবে সোমবার, প্রতিপক্ষ ক্রুইজেইরো। এ ম্যাচে জিততে পারলে সান্তোস নিরাপদে থাকবে। ড্র করলেও টিকে থাকার সুযোগ রয়েছে।

চোটের কারণে মৌসুম শেষে সার্জারি লাগতে পারে, এমন খবরের মধ্যেও নেইমার ব্যথা সয়ে শেষ দুই ম্যাচ খেলেছেন শুধু দলকে বাঁচানোর জন্য। সমালোচনার জবাব মাঠেই দিয়ে এখন সান্তোস সমর্থকদের চোখে তিনি ফিরে পেয়েছেন নিজের ‘রাজপুত্র’-এর মর্যাদা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর