রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনচেলত্তির মতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে এগিয়ে যে চার দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

আনচেলত্তির মতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে এগিয়ে যে চার দল

চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য চার ফেভারিট দলের নাম জানিয়েছেন কার্লো আনচেলোত্তি। তবে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের নাম সেখানে নেই।

মঙ্গলবার রাতে স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিখুঁত সূচনা ধরে রেখেছে আর্সেনাল। বুকায়ো সাকার পেনাল্টি আর মিকেল মেরিনোর জোড়া গোলে তারা টানা দশ ম্যাচে জয় পেয়েছে- সব প্রতিযোগিতা মিলিয়ে। গত মৌসুমে সেমিফাইনালে পিএসজির কাছে হেরে ইউরোপিয়ান যাত্রা শেষ হলেও এবার আবারও দারুণ ছন্দে আছে মিকেল আর্তেতার দল। তবু পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ বিজয়ী আনচেলোত্তি আর্সেনালকে এবার শিরোপার ফেভারিট মানছেন না।


বিজ্ঞাপন


বরং ব্রাজিল দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া আনচেলোত্তি চার ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন- পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে। বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল- এই দুই দলই এখন পর্যন্ত চার ম্যাচে শতভাগ জয়ে রয়েছে। ভিনসেন্ট কোম্পানির নেতৃত্বে বায়ার্ন শেষ ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে।

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল পিএসজি। তবে এবার লিগ ওয়ানে তারা প্রত্যাশার চেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে, আর দশ জনের বায়ার্নের বিপক্ষে ঘুরে দাঁড়াতেও পারেনি। অন্যদিকে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির এখন তিন ম্যাচে ৭ পয়েন্ট। বুধবার রাতে তারা মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের।

রিয়াল মাদ্রিদ অবশ্য গ্রুপের শুরুতে টানা তিন ম্যাচ জিতলেও অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হেরেছে। ইতালীয় সংবাদমাধ্যম তুত্তোস্পোর্ট-কে আনচেলোত্তি বলেন, “বিশ্বের অন্যপ্রান্ত থেকেও দেখা যায়, চ্যাম্পিয়নস লিগে ফেভারিটরা আগের মতোই- রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ।”

তিনি আরও যোগ করেন, “প্রথম কয়েক রাউন্ডেই আমরা অনেক গোলসমৃদ্ধ ম্যাচ দেখেছি, যা আসলে প্রতিযোগিতার উত্তেজনা কমিয়ে দিচ্ছে। এই পর্বটাকে আরও আকর্ষণীয় করার জন্য বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তবে সেটা তেমন ফল দিচ্ছে না। এটা মেনে নিতেই হবে।” তবে আনচেলোত্তির উল্লেখ করা চার দলের বাইরেও এবার দারুণভাবে টুর্নামেন্টে নিজেদের জানান দিচ্ছে ইন্টার মিলান, লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ২০১৯ সালের চ্যাম্পিয়ন লিভারপুল।


বিজ্ঞাপন


প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মৌসুমের শুরুটা বাজেভাবে করেছিল, তবে টানা চার ম্যাচে হারার পর অ্যাস্টন ভিলাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এরপর মঙ্গলবার রিয়াল মাদ্রিদকেও হারিয়েছে তারা। জয়ের পর লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “আমরা কঠিন সময় পার করেছি, অনেক অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে, বিশ্রামও খুব কম ছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একই পরিস্থিতি ছিল, কিন্তু এই দর্শকদের সামনে খেলতে পারা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর