ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক রিশভ পন্ত ফিরেছেন জাতীয় দলে। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দলে ফিরেছেন বেঙ্গলের পেসার আকাশ দীপও, যিনি জায়গা নিচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে। অন্যদিকে, পন্তের ফেরায় বাদ পড়েছেন তামিলনাড়ুর উইকেটকিপার এন জগদীশন। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে, আর দ্বিতীয়টি হবে ২২ থেকে ২৬ নভেম্বর গৌহাটিতে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “পুরুষদের সিনিয়র নির্বাচন কমিটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইডিএফসি ফার্স্ট ব্যাংক টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে।”
বিজ্ঞাপন
চোট থেকে ফিরে আসার পর এটি পন্তের প্রথম আন্তর্জাতিক সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে (জুলাই ২০২৫) পায়ের হাড় ভাঙার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। গত সপ্তাহে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দিয়ে দুর্দান্তভাবে ম্যাচ জেতান পন্ত।
দ্বিতীয় ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, ব্যাট হাতে পুরোপুরি প্রস্তুত তিনি। ২৭৫ রানের লক্ষ্য তাড়া করে জয় এনে দেন দলকে। অন্যদিকে, আকাশ দীপও বর্তমানে ভারত ‘এ’ দলের অংশ, যারা বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে।
ভারতের বোলিং আক্রমণে থাকছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। স্পিন বিভাগে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। দুই ম্যাচের সিরিজের প্রথমটি হবে কলকাতার ইডেন গার্ডেনে, দ্বিতীয়টি গৌহাটিতে।
ভারতের টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), রিশভ পন্ত (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।

