মিচেল স্যান্টনারের একার লড়াই যথেষ্ট ছিল না। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৭ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে অপ্রত্যাশিত এক জয়।
মাত্র দুই দিন আগে অকল্যান্ডে পা রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ইডেন পার্কের ড্রপ-ইন উইকেটে ব্যাট করতে নেমে তারা বেশ ভুগেছে। বল মুভ করছিল, মাঝে মাঝে টার্নও পেয়েছেন স্বাগতিক বোলাররা। তবু ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তুলতে পেরেছিল সফরকারীরা। এরপর বল হাতে যেন আরও বেশি নিয়ন্ত্রণ নেয় ক্যারিবিয়ানরা। দারুণ বোলিংয়ে তারা ১৬৭ রানেই থামিয়ে দেয় ব্ল্যাক ক্যাপদের ইনিংস। অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৮ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসেই টিকে ছিল নিউজিল্যান্ডের আশা।
বিজ্ঞাপন
স্যান্টনার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। স্বাগতিকদের শুরুটাও ছিল দারুণ। পাওয়ারপ্লেতে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও অ্যালিক আথানাজ আউট হন যথাক্রমে জ্যাকব ডাফি ও কাইল জেমিসনের বলে। ছয় ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে ২ উইকেটে ৩২ রান। অধিনায়ক শাই হোপ ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করেন। শুরুতে সতর্ক থাকলেও ধীরে ধীরে আক্রমণাত্মক রূপ নেন তিনি, বিশেষ করে স্ট্রেইট বাউন্ডারির দিকে মারতে থাকেন। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৬৬। পরের তিন ওভারে আসে আরও ৩৪ রান, আর ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন হোপ।
তবে পরের বলেই শেষ হয় তার ইনিংস। জ্যাক ফক্সের এক বল নিচু হয়ে যায়, ব্যাটে-বলে সংযোগ না লাগায় উড়ে যায় লেগ স্টাম্প। এরপর রোভম্যান পাওয়েল ঝড় তোলেন। মাত্র ২৩ বলে করেন ৩৩ রান, মারেন দুটি ছক্কা। তবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের রান বোর্ডে কিছুটা কমই মনে হচ্ছিল। নিউজিল্যান্ডের হয়ে টিম রবিনসন ও ডেভন কনওয়ে ইনিংস শুরু করেন। কনওয়ে ফিরেছেন চোটগ্রস্ত টিম সাইফার্টের জায়গায়, যিনি রবিবার ঘরোয়া লিগে খেলতে গিয়ে আঙুল ভেঙেছিলেন।
পাওয়ারপ্লেতে ক্যারিবিয়ান পেসার ম্যাথিউ ফোর্ড ছিলেন দুর্দান্ত। তার তিন ওভারে ৯ রান দিয়ে নেন ১ উইকেট। এদিকে বাউন্ডারি খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল স্বাগতিকরা। ১৩তম ওভারে জেডেন সিলস এক ওভারেই ম্যাচ ঘুরিয়ে দেন। ডেরিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলকে তিন বলের ব্যবধানে ফিরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ৪ ওভারে ৩২ রান ও ৩ উইকেট।
শেষ দিকে স্যান্টনারের ঝড় কিছুটা আশা জাগালেও তা যথেষ্ট হয়নি। শেষ ওভারে ২০ রান দরকার ছিল, কিন্তু তিনি পারেননি ম্যাচটিকে নিজের দিকেই টানতে। পাঁচ ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি কালই (বৃহস্পতিবার) আবারও ইডেন পার্কে অনুষ্ঠিত হবে।

