রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ

ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে গিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা ও অংশ নেওয়ার কথা ছিল। ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত সিরিজটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম নিশ্চিত করেছেন, “না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।”


বিজ্ঞাপন


মূল কারণ হিসেবে বলা হয়েছে, খেলোয়াড়রা টানা ম্যাচ খেলে আসছেন, তাই তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এর আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত হওয়ায় নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি জোরদার করতে লঙ্কান ক্রিকেট বোর্ড ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করেছিল।

কদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে বিপিএল খেলতে নামবেন লিটনরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর