রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

হার্দিক-মাহিকার রোমান্টিক মুহূর্তের ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

হার্দিক-মাহিকার রোমান্টিক মুহূর্তের ভিডিও ভাইরাল

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যেন জীবনের এক নতুন ইনিংস শুরু করেছেন! প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর, এবার তিনি নতুন সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মাকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবিতে হার্দিককে দেখা গেছে মাহিকার সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে নিতে। এক ছবিতে দু’জনকে দেখা যায় হাসিঠাট্টার মধ্যেই গাড়ি ধোয়ার ফাঁকে একে অপরের কাছে আসতে। হার্দিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। আর সেখানেই ধরা পড়ে এক মিষ্টি চুমু! অন্যদিকে, আরেক পোস্টে দেখা গেছে দু’জনকে সমুদ্রের ঢেউয়ের পাশে হাত ধরাধরি করে হাঁটতে, সূর্যাস্তের আলোয় হারিয়ে যেতে।


বিজ্ঞাপন


ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ভক্তরা লিখেছেন, “হার্দিকের মুখে আবারও হাসি ফিরে এসেছে!” অনেকে আবার প্রশংসা করেছেন মাহিকার স্টাইল ও চার্মের।

hardikkkk_pandiya

এই বছরের শুরুতেই নিজের জন্মদিনে হার্দিক প্রথমবারের মতো মাহিকাকে নিয়ে প্রকাশ্যে আসেন। এরপর থেকেই জল্পনা চলছিল, এটাই কি হার্দিকের নতুন প্রেম? এখন সেই উত্তর যেন স্পষ্ট! অক্টোবরের ১০ তারিখে মুম্বাই এয়ারপোর্টে দু’জনকে একসঙ্গে দেখা যায়, কালো পোশাকে ম্যাচিং লুক, আর সেখানেও ঝলমল হয় এই রসায়ন!

মাহিকা শর্মা অর্থনীতি ও ফাইন্যান্সে স্নাতক মাহিকা কলেজ শেষে পা রাখেন গ্ল্যামার দুনিয়ায়। অভিনয় ও মডেলিং দুই ক্ষেত্রেই নিজের জায়গা তৈরি করেছেন তিনি। তনিষ্ক, ভিভো, ইউনিক্লোর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁর মুখ, আবার মানিশ মলহোত্রা ও অনিতা ডোংরের মতো ডিজাইনারদের র‌্যাম্পেও হাঁটেছেন দাপটের সঙ্গে।


বিজ্ঞাপন


২০২৪ সালের ভারতীয় ফ্যাশন পুরষ্কার তিনি পান, মডেল অফ দ্যা ইয়ার খেতাব। একবার চোখে গুরুতর সংক্রমণ থাকা সত্ত্বেও র‌্যাম্পে হাঁটার দৃঢ়তা তাঁকে করেছে আরও প্রশংসিত।

অন্যদিকে, হার্দিক ২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন, কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য অভিনেত্রী-গায়িকা জাসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, এখন হার্দিকের মন যে মাহিকার কাছেই স্থির, তা আর লুকোনো নেই!

সূত্র- টাইমস অব ইন্ডিয়া

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর