বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি সেখান থেকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ ও জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।
জাহানারার এই বক্তব্য নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য। এবার খোদ নিগার সুলতানা জ্যোতিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন জাহানারা আলমকে নিয়ে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্যোতি লিখেন, ‘কিছু বলছিনা তার মানে এই না বলতে পারিনা, কিছু বলার নাই এমন! দল টা আমাদের সবার, এই দল টা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ স্টেটমেন্ট, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে!’
তিনি আরও বলেন, ‘আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা একসময় দল টাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন!’

দল থেকে বাদ পড়লে প্রতিটা জিনিস খারাপ হয়ে পড়ে উল্লেখ করে জ্যোতি বলেন, ‘যখন কেউ দল থেকে বাদ পরেন বা অফ ফর্ম এ থাকেন, অন্য একটা অপশন তার পরিবর্তে আসে তখনি সেই দলটার প্রতি টা জিনিস খারাপ হয়ে পড়ে, সেখানকার মানুষ, পরিবেশ সব কিছু!’
বিজ্ঞাপন
শ্রদ্ধা জানিয়ে টাইগ্রেস এই অধিনায়ক লেখেন, ‘শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি!’
জাহানারাকে খোচা দিয়ে জ্যোতি আরও লিখেন, ‘গুজব ছড়িয়ে সাময়িক ভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবেনা আশা করি’

