রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

ফর্মে থেকেও এশিয়া কাপ দলে জায়গা হলো না রবিনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

ফর্মে থেকেও এশিয়া কাপ দলে জায়গা হলো না রবিনের

আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার, তবে ভালো ফর্মে থাকা মাহফিজুল হক রবিন সুযোগ পাননি মূল দলে।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন রবিন। এনসিএল টি-টোয়েন্টিতে ১৩৯ স্ট্রাইকরেটে ১৯৪ রান করেন তিনি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের হয়ে একটি সেঞ্চুরিও করেছিলেন। চলমান এনসিএলের দ্বিতীয় রাউন্ডেও সেঞ্চুরি করেছেন এই তরুণ ব্যাটার।


বিজ্ঞাপন


তবে কেন বাদ পড়লেন তিনি? এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘চারজন দৌড়ালে সবাই তো প্রথম হতে পারে না। রবিন খুব কাছাকাছি ছিল, তাই স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। স্ট্যান্ডবাই মানে সে দলের একদম কাছেই আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা নিয়েছি, তারা টি-টোয়েন্টি ফরম্যাটে স্ট্রাইকরেটসহ অন্যান্য দিক থেকে ভালো চয়েজ। শুধু রবিন নয়, যারা ভালো করছে, সবাই আমাদের নজরে আছে। কেউ হারিয়ে যাবে না।’

ভবিষ্যতে সুযোগের আশ্বাস দিয়ে লিপু বলেন, ‘রবিন যদি সাদা বলে আরও ভালো পারফর্ম করে, অবশ্যই সুযোগ পাবে। যে ফরম্যাটে খেলা হবে, সেই অনুযায়ী পারফরম্যান্স করতে হবে। এবার হয়তো পারেনি, তবে সামনে বড় দলে সুযোগ আসবেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর