অবশেষে শেষ হলো অনিশ্চয়তা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ আলোচনার পর পাঁচ দলের নাম চূড়ান্ত করা হয়েছে।
সবচেয়ে বড় চমক হলো এবারের বিপিএলে থাকছে না বরিশাল ও কুমিল্লা। গত আসরের চ্যাম্পিয়ন বরিশালের বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে দলটি আগের মৌসুমে ছিল অন্যতম আকর্ষণ, তাদের জায়গায় এবার ফিরেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী স্টার।
বিজ্ঞাপন
প্রথমে বিপিএলে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। পরবর্তী আলোচনায় ডাকা হয় ৯টিকে, সেখান থেকে বাদ পড়ে তিনটি— চিটাগং কিংস, মাইন্ড ট্রি খুলনা টাইগার্স ও কুমিল্লা। তবে দেশ ট্রাভেলস টিকে গেছে চূড়ান্ত পর্যায়ে।
বিসিবির নাভানা টাওয়ারে বিকেলে গভর্নিং কাউন্সিলের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, আর ফাইনাল হবে ১৬ জানুয়ারি।
চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান:
রংপুর – টগি স্পোর্টস
চট্টগ্রাম – ট্রায়াঙ্গেল সার্ভিসেস
ঢাকা – চ্যাম্পিয়ন স্পোর্টস
রাজশাহী – নাবিল গ্রুপ
সিলেট – ক্রিকেট উইথ সামি

